Thursday, August 28, 2025

কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের দেখা মিলতেই সতর্ক লালবাজার, রিপোর্ট চাইল কেন্দ্র

Date:

পহেলগাম হামলা এবং প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর দেশজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি সতর্ক রয়েছে বাংলাও। এই আবহে কলকাতার আকাশে আচমকা ড্রোনের দেখা মিলতে নড়েচড়ে বসেছে প্রশাসন। সোমবার রাতে মহানগরীর আকাশের ৭-৮ টি রহস্যময় ড্রোন ঘোরাফেরা করতেই সতর্ক লালবাজার (Kolkata Police)। গোয়েন্দা নজরদারি শুরু হতেই ড্রোনগুলি অদৃশ্য হয়ে যায় বলে খবর।

কলকাতা পুলিশ জানিয়েছে, মহেশতলা ও বেহালার দিকে থেকে রাতের আকাশে পর পর ৭-৮ ড্রোনকে আসতে দেখা যায়। এর পর ড্রোন চারটি ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায় সেগুলি কিছুক্ষণ জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে ঘোরাফেরা করে । বেশ কিছু ড্রোন আবার উত্তর কলকাতার দিকে উড়ে যায়। কিছু ড্রোন মধ্য ও পূর্ব কলকাতাতেও উড়ে যায়। প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে উঠতে থাকে। প্রথম হেস্টিংস থানার পুলিশ এই ড্রোনগুলিকে দেখে লালবাজারকে জানায়। এর পর সতর্ক করা হয় ময়দান-সহ অন‌্যান‌্য থানাগুলিকেও। ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো হাই সিকিউরিটি এলাকার উপরে এই ড্রোন উড়তে দেখা যায়। রহস্যময়ে এই ড্রোনগুলি কোথা থেকে এসেছিল, পাঠানোর পিছনে চরবৃত্তির উদ্দেশ‌্য ছিল কিনা, বা এর মাধ্যমে ছবি তোলা হচ্ছিল কিনা তার তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও STF। রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্র। লালবাজারে সঙ্গে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ু সেনাও। বিষয়টি খতিয়ে দেখছেন ইস্টার্ন কমান্ডের আধিকারিকরাও।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version