Sunday, August 24, 2025

বরাবরই পথে হেঁটে জনসংযোগ পছন্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পরামর্শ দেন অন্যদেরও। এবার উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পথে তার ব্যতিক্রম হল না। বুধবার, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে কলকাতা ফেরার পথে বাগডোগরা চা বাগানে (Tea Garden) গাড়ি থামিয়ে নেমে কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে। তাঁরা মুখ্যমন্ত্রীকে বলেন, আপনি আছেন। এখন আর বেশিক্ষণ কাজ করতে হয় না। তাঁদের হাতে তুলে দেন উপহার।

তিনদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরের পাশে বাগডোগরা চা বাগানে (Tea Garden) শ্রমিকদের কাজ করতে কনভয় দাঁড় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জিজ্ঞাসা করেন, “কতক্ষণ কাজ করেন?“ উত্তরে চা শ্রমিকরা বলেন, “আপনি আছেন আমাদের এখন আর ১০-১২ ঘণ্টা কাজ করতে হয় না। আমরা ৮ ঘণ্টা কাজ করে বিকেল সাড়ে চারটার মধ্যে ঘরে চলে যাই।“
আরও খবরভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

এদিন তাঁর সঙ্গে থাকা উপহার চা শ্রমিকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। জানতে চান, বাগানে কতজন কাজ করেন। চা শ্রমিকরা জানান, আড়াইশো জন। এরপর সফরসঙ্গী মন্ত্রী  অরূপ বিশ্বাসকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, চা শ্রমিকদের জন্য আড়াইশো শাড়ি উপহার দেওয়ার জন্য। সঙ্গে শিশুদের চকলেট এবং খেলনা পুতুল উপহার দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানকে কাছে পেয়ে আপ্লুত চা-শ্রমিকেরা।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version