Monday, August 25, 2025

বরাবরই পথে হেঁটে জনসংযোগ পছন্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পরামর্শ দেন অন্যদেরও। এবার উত্তরবঙ্গ সফর সেরে ফেরার পথে তার ব্যতিক্রম হল না। বুধবার, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে কলকাতা ফেরার পথে বাগডোগরা চা বাগানে (Tea Garden) গাড়ি থামিয়ে নেমে কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে। তাঁরা মুখ্যমন্ত্রীকে বলেন, আপনি আছেন। এখন আর বেশিক্ষণ কাজ করতে হয় না। তাঁদের হাতে তুলে দেন উপহার।

তিনদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতা ফেরার পথে বাগডোগরা বিমানবন্দরের পাশে বাগডোগরা চা বাগানে (Tea Garden) শ্রমিকদের কাজ করতে কনভয় দাঁড় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন। মুখ্যমন্ত্রী চা শ্রমিকদের জিজ্ঞাসা করেন, “কতক্ষণ কাজ করেন?“ উত্তরে চা শ্রমিকরা বলেন, “আপনি আছেন আমাদের এখন আর ১০-১২ ঘণ্টা কাজ করতে হয় না। আমরা ৮ ঘণ্টা কাজ করে বিকেল সাড়ে চারটার মধ্যে ঘরে চলে যাই।“
আরও খবরভেজাল চায়ের আমদানি রুখতে সীমান্তে বসবে টেস্টিং মেশিন : মুখ্যমন্ত্রী

এদিন তাঁর সঙ্গে থাকা উপহার চা শ্রমিকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। জানতে চান, বাগানে কতজন কাজ করেন। চা শ্রমিকরা জানান, আড়াইশো জন। এরপর সফরসঙ্গী মন্ত্রী  অরূপ বিশ্বাসকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, চা শ্রমিকদের জন্য আড়াইশো শাড়ি উপহার দেওয়ার জন্য। সঙ্গে শিশুদের চকলেট এবং খেলনা পুতুল উপহার দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রশাসনিক প্রধানকে কাছে পেয়ে আপ্লুত চা-শ্রমিকেরা।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version