Thursday, May 22, 2025

রাতভর মহিলাকর্মীদের সঙ্গে চটুল নাচ! DYFI-এর জেলা সভাপতির পদ খোয়ালেও দলে বহাল যুব নেতা

Date:

দলের মহিলা কর্মীদের সঙ্গে রাতভর কোমর দুলিয়ে উদ্দাম নাচ দলেরই DYFI-এর নেতাদের! ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ডিওয়াইএফআই এক কার্যালয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে চটুল গানের তালে মহিলাদের সঙ্গে কোমর দোলাচ্ছেন ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির সদস্য শুভেন্দু মণ্ডল (Shubendu Mandal) এবং সংগঠনের বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক মণ্ডলীর সদস্য অভীক মিশ্র। নেতাদের নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তোলপাড়। তবে, এত সবের পরেও শুধু মাত্র DYFI-এর জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে শুভেন্দুকে। কিন্তু সিপিএমের জেলা কমিটি এবং ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটিতে এখনও বহাল তিনি।

চলতি মাসের ৫ ও ৬ মে ডিওয়াইএফআই-এর বাঁকুড়ার ইন্দাসে একটি সম্মেলন হয়। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ও (Minakshi Mukharjee)। সেই সময়ই না কি দলীয় কার্যালয়ে রাতভর চটুল গানের তালে মহিলাদের সঙ্গে কোমর দোলান ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটির সদস্য শুভেন্দু ও সংগঠনের বাঁকুড়া জেলার প্রাক্তন সম্পাদক মণ্ডলীর সদস্য অভীক মিশ্র। সেই ভিডিও প্রথমে ডিওয়াইএফআই-এর

এক জেলা কমিটির সদস্য তাঁর নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেন। যদিও কিছুক্ষণের মধ্যেই তা মুছে ফেলা হয়। ততক্ষণে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভিডিওটি ভাইরাল পরেই জেলা সম্মেলনের নতুন কমিটি গঠিত হলে সভাপতির পদ হারান শুভেন্দু মণ্ডল (Shubendu Mandal)। সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নীলাদ্রিশেখর সার্বভৌমকে। নতুন জেলা সম্পাদক হয়েছেন সঞ্জয় মাণ্ডি। যদিও শুভেন্দু মণ্ডল এখনও সিপিএমের জেলা কমিটি এবং ডিওয়াইএফআই-এর রাজ্য কমিটিতে রয়েছেন।
আরও খবর: ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলীপ-রিঙ্কুর, শান্তি কালী আশ্রমে প্রার্থনা

ঘটনাটি নিয়ে DYFI-এর তরফে কেউই কোনও মন্তব্য করতে করতে চাননি। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক ডিওয়াইএফআই-এর এক নেতা বলেন, “এই ধরনের ঘটনা আমাদের বাম সংগঠনের আদর্শের পরিপন্থী নয়।” ভিডিওতে যেসব নেতাদের দেখা গিয়েছে, তারাও এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সংগঠনের অন্দরে চাপা অসন্তোষ ছড়িয়েছে। কারণ, অতীত বামনেতাদের এই ধরনের বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পরে, তাঁদের সাসপেন্ড করা হয়েছে। তাহলে শুভেন্দুদের ছাড় কেন! যদিও এই নিয়ে মুখে কুলুপ বাম নেতৃত্বের।

Related articles

শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ‘অভব্য’ আচরণ বিক্ষোভকারীদের! নিন্দা তৃণমূলের

আদালত বলেছিল, শিক্ষকরা শিক্ষকদের মতো আচরণ করুন। তার পরেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বাড়ির সামনে অভব্য আচরণ...

চায়ের দোকানে বসেই কোটিপতি! অনলাইন গেমে ৪ কোটি টাকা জিতলেন বাগদার আনন্দ

ভাগ্যের চাকা ঠিক কখন ঘুরে যায়, কেউ জানে না! এমনই অভাবনীয় এক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার...

ভারতীয় নৌসেনার পাঁচ যুদ্ধজাহাজ নির্মাণের বরাত পেল গার্ডেনরিচ শিপবিল্ডার্স

দেশীয় জাহাজ নির্মাণ শিল্পে বড় সাফল্য পেল কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসি)। ভারতীয় নৌসেনার জন্য প্রায়...

পিটিয়ে চামড়া ছাড়িয়ে নৃশংস হত্যা! অসমে উদ্ধার রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ

অসমের কাজিরাঙ্গার গোলাঘাট এলাকা থেকে উদ্ধার হল এক নৃশংসভাবে খুন হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ। বাঘটির চারটি পা...
Exit mobile version