Thursday, May 22, 2025

পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তায় ঢালাও উন্নয়ন! উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী 

Date:

১৪ বছরের রাজ্যে এক লক্ষ ৪৬ হাজার ৬৪৭ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করা হয়েছে। পথশ্রী প্রকল্পে ৩৮ হাজার ২৯৪ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমান রাজ্য সরকারের আমলে যে রাস্তার বিপুল উন্নয়ন হয়েছে তা গ্রামের দিকে গেলেই চোখে পড়বে। তবে বেশ কিছু জায়গায় এখনো বর্ষার আগে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। সে রাস্তা গুলিকে বর্ষার আগেই সারিয়ে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্ষা শুরু হওয়ার আগে শ্রমিকের সংখ্যা বাড়িয়ে  পথশ্রী প্রকল্পের কাজ শেষ করতে হবে। পয়সাটা আমাদের কারোর ব্যক্তিগত নয়। এটা মানুষের পয়সা। সাধারণ মানুষের পয়সা যেন নষ্ট না হয় এটা আমাদের দেখার দায়িত্ব।

এদিকে গ্রামীণ রাস্তায় ভারী ট্রাক ঢোকার ফলে রাস্তার ক্ষতি হচ্ছে। সে ক্ষেত্রে রাজ্য সরকার রাস্তা মেরামত করেও কোনও লাভ হচ্ছে না। এই বিষয়ে কড়া মনোভাব পোষণ করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, বারবার বলা সত্ত্বেও কেন গ্রামীণ রাস্তায় ভারী ট্রাক ঢুকছে ?আমি বারবার বলেছি গ্রামের রাস্তায় কোনও লোডেড ট্রাক যাবে না ৷ কেন পুলিশ এটা দেখছে না ? আইসি, এসপি আর ডিএমদের বলা হচ্ছে ৷ কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তায় ট্রাক ঢোকাবেন না।

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দেন, কোনও অভিযোগ থাকলে আমার কাছে পাঠান ৷ কিছুতেই কথা শোনে না এরা ৷ এটা তো ডিজি মনিটর করবে ৷সব জেলায় একই সমস্যা ৷ প্রত্যেক জেলায় একই চলছে ৷ এসব বন্ধ করতে হবে।

আরও পড়ুন – কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনায় তৃণমূলের প্রতিনিধি দল উপত্যকায়, বৈঠক ওমর আবদুল্লার সঙ্গে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, পুঞ্চে নিহত-আহতদের পরিবারকে সমবেদনা তৃণমূল প্রতিনিধি দলের

সীমান্তে জঙ্গিদের মদত দিয়ে সন্ত্রাসবাদ কায়েম করেই চলেছে পাকিস্তান। বছরের পর বছর যার জেরে নিরীহ সাধারণ মানুষ বলি...

ফের বৃষ্টি কলকাতায়! স্বস্তিতে আমজনতা

বুধের রাতে ঝড়-বৃষ্টির (Rain) জেরে স্বস্তি পেয়েছিলেন আমজনতা। তবে বৃহস্পতিবার সকাল থেকে ফের রোদের তীব্রতা। বিকেলের আগে পর্যন্ত...

ভয়াবহ ভূমিকম্প গ্রিসে, জারি সুনামির সতর্কতা

গ্রিসে (greece) ভয়াবহ ভূমিকম্প। বৃহস্পতিবার সকালে গ্রিসের ক্রিট উপকূল কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.০। জারি হয়েছে...

বিশ্বমঞ্চে পাক-মুখোশ খুলতে টোকিওর দূতাবাসে অভিষেক-সহ প্রতিনিধিরা, শুরু বিশেষ বৈঠক

প্রতিবেশী দেশ পাকিস্তান সীমান্তে কায়েম করছে সন্ত্রাস। জঙ্গিদের মদত দিয়ে সীমান্ত এলাকায় নিরীহ মানুষকে মারছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার...
Exit mobile version