অসমের কাজিরাঙ্গার গোলাঘাট এলাকা থেকে উদ্ধার হল এক নৃশংসভাবে খুন হওয়া রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ। বাঘটির চারটি পা কেটে নেওয়া হয়েছে, ছিঁড়ে নেওয়া হয়েছে চামড়াও। বৃহস্পতিবার সকালে জঙ্গলের ধারে ঝোপের পাশে পড়ে থাকা বাঘের রক্তাক্ত দেহ দেখে শিউরে ওঠেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিকরা। তাঁরা প্রাথমিক তদন্তে সন্দেহ করছেন, এই ঘটনার পেছনে চোরা শিকারিদের হাত রয়েছে। বাঘটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঘটি বেশ কিছুদিন ধরেই লোকালয়ে চলে আসছিল শিকারের খোঁজে। তার হামলায় এক ব্যক্তির মৃত্যু হওয়ায় আতঙ্কে ছিলেন সকলে। বারবার বন দফতরে অভিযোগ জানানো হলেও তাতে কোনও কাজ হয়নি বলে দাবি তাঁদের।

বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “বাঘটি হয়তো ক্ষুধার্ত হয়ে লোকালয়ে এসেছিল। তবে বন্যপ্রাণ হত্যার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও অপরাধমূলক। তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনার পর কাজিরাঙ্গা সংলগ্ন এলাকাগুলিতে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন – বইপ্রেমীদের জন্য সুখবর, অ্যাক্রোপলিস মলে পাঁচ দিন ব্যাপি বইমেলার আয়োজন

_

_
_

_
_

_

_

_

_

_

_
