সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

Date:

Share post:

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল(Indian Football Team)। তারই প্রস্তুতি এবার কলকাতায় সারছেন মানোলো মার্কুয়েজের(Manolo Marquez) দল। সেই ম্যাচে নামার আগে কলকাতাতেই একটি প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে মেন ইন ব্লুজ ব্রিগেড। সন্তোষ জয়ী বাংলা(Bengal Football Team) দলের সঙ্গেই সেই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। আগামী ২৬ মে সেন্টার অব এক্সিলেন্সের মাঠেই হবে সেই ম্যাচ।

দীর্ঘদিন পর এবার সন্তোষ ট্রফি(Santosh Trophy) চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। তাও আবার সঞ্জয় সেনের(Sanjoy Sen) হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গ ব্রিগেড। সেই দল থেকেই ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবলার আইএসএল খেলার ডাকও পেয়েছেন। চাকু মান্ডিকে তো সদ্য শেষ হওয়া মরসুমেই সিনিয়র দলে তুলে নিয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার তারাই নামবেন সুনীল ছেত্রী(Sunil Chetri), মনবীর সিং, সুভাশিস বসুদের বিরুদ্ধে।

আগামী ২৬ মে এনসিই-তে বিকেল পাঁচটার সময় সেই ম্যাচে নামবে দুই দল। সেখানেই নিজেদের শক্তি ও দুর্বলতা ভালভাবে দেখে নেবেন ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ। এই মুহূর্তে জোরকদমে কলকাতায় চলছে প্রস্তুতি। দলের সঙ্গেই ইতিমধ্যে যোগ দিয়েছেন জাতীয় শিবিরে। আগামী মাসেই দুটো ম্যাচ খেলবে ভারতীয় দল।

আগামী ৪ জুন ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এরপরই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ১০ জুন ম্যাচে নামবেন সুনীল ছেত্রীরা। শেষ কয়েকটি ম্যাচে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে সুনীল ছেত্রীকে ফেরাতে হয়েছিল। হংকংয়ের বিরুদ্ধেই এবার ঘুরে দাঁড়াতে চাইছে ভারতীয় ব্রিগেড।

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে নামার আগে ইতিমধ্যে প্রস্তুতিতে নেমে পড়েছে সঞ্জয় সেনের বঙ্গ ব্রিগেডও। মানোলোর সামনে এই তরুণ ফুটবলাররাও যে নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখাতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। বাংলা দলও প্রস্তুতিতে নেমে পড়েছে। অন্যদিকে ভারতীয় দল এখন রক্ষণ এবং মিড ফিল্ডের দিকেই বাড়তি নজর দিচ্ছে। ২৬ মে-র ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

spot_img

Related articles

পিতাকে জীবনকৃতি সম্মান উৎসর্গ লিয়েন্ডারের, তরুণদের গুরুত্বপূর্ণ টিপস্ দিলেন সৌরভ

এক মঞ্চে লিয়েন্ডার পেজ , সৌরভ গঙ্গোপাধ্যায় দিলীপ তিরকে। ভারতীয় ক্রীড়াক্ষেত্রের তিন নক্ষত্র। উপলক্ষ্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের(CSJC)...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...