Saturday, January 10, 2026

সন্তোষ জয়ী বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীলরা

Date:

Share post:

সন্তোষ জয়ী(Santosh Trophy) বাংলা দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। আগামী ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল(Indian Football Team)। তারই প্রস্তুতি এবার কলকাতায় সারছেন মানোলো মার্কুয়েজের(Manolo Marquez) দল। সেই ম্যাচে নামার আগে কলকাতাতেই একটি প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে মেন ইন ব্লুজ ব্রিগেড। সন্তোষ জয়ী বাংলা(Bengal Football Team) দলের সঙ্গেই সেই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। আগামী ২৬ মে সেন্টার অব এক্সিলেন্সের মাঠেই হবে সেই ম্যাচ।

দীর্ঘদিন পর এবার সন্তোষ ট্রফি(Santosh Trophy) চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। তাও আবার সঞ্জয় সেনের(Sanjoy Sen) হাত ধরেই চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গ ব্রিগেড। সেই দল থেকেই ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবলার আইএসএল খেলার ডাকও পেয়েছেন। চাকু মান্ডিকে তো সদ্য শেষ হওয়া মরসুমেই সিনিয়র দলে তুলে নিয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। এবার তারাই নামবেন সুনীল ছেত্রী(Sunil Chetri), মনবীর সিং, সুভাশিস বসুদের বিরুদ্ধে।

আগামী ২৬ মে এনসিই-তে বিকেল পাঁচটার সময় সেই ম্যাচে নামবে দুই দল। সেখানেই নিজেদের শক্তি ও দুর্বলতা ভালভাবে দেখে নেবেন ভারতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ। এই মুহূর্তে জোরকদমে কলকাতায় চলছে প্রস্তুতি। দলের সঙ্গেই ইতিমধ্যে যোগ দিয়েছেন জাতীয় শিবিরে। আগামী মাসেই দুটো ম্যাচ খেলবে ভারতীয় দল।

আগামী ৪ জুন ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারতীয় দল। এরপরই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ১০ জুন ম্যাচে নামবেন সুনীল ছেত্রীরা। শেষ কয়েকটি ম্যাচে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে সুনীল ছেত্রীকে ফেরাতে হয়েছিল। হংকংয়ের বিরুদ্ধেই এবার ঘুরে দাঁড়াতে চাইছে ভারতীয় ব্রিগেড।

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে নামার আগে ইতিমধ্যে প্রস্তুতিতে নেমে পড়েছে সঞ্জয় সেনের বঙ্গ ব্রিগেডও। মানোলোর সামনে এই তরুণ ফুটবলাররাও যে নিজেদের সেরা পারফরম্যান্সটা দেখাতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। বাংলা দলও প্রস্তুতিতে নেমে পড়েছে। অন্যদিকে ভারতীয় দল এখন রক্ষণ এবং মিড ফিল্ডের দিকেই বাড়তি নজর দিচ্ছে। ২৬ মে-র ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...