Monday, November 10, 2025

একজন মানুষের মৃত্যু হল ৩০ বার! মধ্যপ্রদেশে ১১ কোটির ‘ক্ষতিপূর্ণ’ কেলেঙ্কারি

Date:

এক জীবনে মৃত্যু কতবার আসে? মধ্যপ্রদেশে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) দৌলতে এক ব্যক্তি ৩০ বার মারা গেলেন। সেরকমই একজন মহিলার মৃত্যু হল ২৯ বার, আর তার ক্ষতিপূরণ (compensation) বাবদ কয়েক কোটি টাকা চলে গেল সরকারি কেরানির পকেটে। মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের বড়সড় দুর্নীতির (scam) পর্দা ফাঁস করল কংগ্রেস।

মধ্যপ্রদেশের সিওনি (Seoni) জেলায় রমেশ নামে এক ব্যক্তিকে ৩০ বার মৃত দেখানো হলো। দ্বারকা বাই নামে এক মহিলাকে ২৯ বার এবং রাম কুমার নামে আরেক ব্যক্তিকে ২৮ বার মৃত দেখানো হয়েছে। সবটাই সাপে কেটে মৃত্যু। অর্থাৎ রাজ্যের তরফে ক্ষতিপূরণও সর্বোচ্চ। চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পেলেন তাঁরা প্রত্যেকবার ‘মৃত্যু’র পর। এরকম ২৮০ জনকে তুলে নেওয়া হয়েছে ক্ষতিপূরণের (compensation) ১১.২৬ কোটি টাকা।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan), যিনি বর্তমানে কেন্দ্রের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী, তাঁর আমলে এই বড়সড় দুর্নীতির তথ্য এবার সামনে এলো। শিওনি জেলার তৃতীয় শ্রেণীর সহকারি কর্মী শচিন দহায়ক এই দুর্নীতির মাস্টারমাইন্ড, বলে প্রাথমিকভাবে দাবী করা হয়েছে। তার আত্মীয়-স্বজনের ৪৭ টি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ক্ষতিপূরণের সব টাকা। দ্বারকা বাই নামে এক মহিলার সাপে কেটে মৃত্যু দেখানো হয়েছে ২৯ বার। প্রতিবার ৪ লাখ টাকা করে তার নামে সরকারি কোষাগার থেকে বেরিয়েছে। ১ কোটি ১৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ ‘পেয়েছেন’ তিনি।

শিওনির (Seoni) অভিযুক্ত কেরানির কারচুপিতে ২৮০ জনকে সাপের কামড়ে মৃত দেখানো হয়েছে। এবং সেই মতো আদায় হয়েছে ক্ষতিপূরণের (compensation) টাকা। পুলিশি তদন্তে কেরানির শচিন দহায়ককে গ্রেফতার করা হয়। যদিও এরপরে কংগ্রেস প্রশ্ন তুলেছে, এত কোটি টাকার দুর্নীতি কিভাবে শুধুমাত্র একজন কেরানি করে থাকতে পারেন। এর পিছনে আরও বড়সড় চক্র রয়েছে বলে দাবি কংগ্রেসের।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version