ভারত সীমান্তে পাক সন্ত্রাস ও অপারেশন সিন্দুর নিয়ে বিশ্বকে জানাতে বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ ভারতী সাংসদদের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি ফেরার পর কেন্দ্রের কাছে সংসদে বিশেষ অধিবেশনের আবেদন জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার এক্স হ্যান্ডলে তিনি লেখেন, অন্য কারও আগে বিস্তারিত দেশবাসীর জানা উচিত।
পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্বের দরবারে ভারতের বহুদলীয় সাংসদের প্রতিনিধিদল। ৯ সদস্যের একটি দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এই সময় জাপানে রয়েছেন তাঁরা। এই পরিস্থিতি শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল সভানেত্রী। তিনি লেখেন, ”বিশ্ব দরবারে ভারতের বহুদলীয় প্রতিনিধিদল যে ভাবে সন্ত্রাসবাদের স্বরূপ তুলে ধরছে, তা দেখে আমি খুশি। আমি আগে বারবার বলেছি, জাতীয় স্বার্থে এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় কেন্দ্রের যে কোনও পদক্ষেপের পাশে আশে তৃণমূল। সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংলগ্ন সমস্ত খুঁটিনাটি এবং সর্বদল প্রতিনিধিদের বিদেশ সফর নিয়ে বিস্তারিত দেশবাসীর জানা উচিত। আমি কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছি, প্রতিনিধিদল নিরাপদে দেশে ফিরে আসার পরে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক।” এর পরেই মমতা লেখেন, ”আমি বিশ্বাস করি, সংঘাত এবং তার পরবর্তী ঘটনাপরম্পরার বিষয়ে দেশবাসীর জানার অধিকার রয়েছে— অন্য যে কারও আগে।”
এই ‘অন্য কেউ’ কে? সে সম্পর্কে পোস্টে কিছু জানাননি তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। তবে তিনি যে ভাবে ক্যাপিটাল লেটারে ”BEFORE ANYONE ELSE” লিখেছেন, তাতে তিনি যে বিষয়টিতে বিশেষ জোর দিয়েছেন সেটা স্পষ্ট। ভারতের বহুদলীয় প্রতিনিধিদলগুলি যখন বিদেশে সফরে রয়েছেন, সেই সময় মমতার এই দাবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃণমূল সভানেত্রীর পোস্টকে রিপোস্ট করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।
–
–
–
–
–
–
–
–
–
–
–