জঙ্গি হামলায় (Terrorist attack) এখনও পর্যন্ত ২০ হাজার ভারতীয়ের মৃত্যু হয়েছে। রাষ্ট্রসঙ্ঘে জানাল ভারত। ২৬/১১ মুম্বই থেকে পহেলগাম হামলা (Pahelgam attack)। কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার সাক্ষী থেকেছে ভারত। শুক্রবার রাষ্ট্রসঙ্ঘে কড়া ভাষাতেই ইসলামাবাদকে আক্রমণ করলেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ।

তিনি বলেন, “বিভিন্ন ইস্যু নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে চলেছেন পাকিস্তানের প্রতিনিধি। তার উত্তর দিতে আমি বাধ্য নই।” এরপরেই সীমান্তপারে জঙ্গি কার্যকলাপের জন্য শরিফের দেশকে দায়ী করে তিনি বলেন, “সীমান্তপারে কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার সাক্ষী থেকেছে ভারত। এই জঙ্গি হামলার শিকার মূলত সাধারণ মানুষ। কারণ আমাদের মনোবলের উপর আঘাত হানাই ওদের উদ্দেশ্য। এহেন একটি দেশের নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করাটাই অপমানজনক।” এরপরেই হরিশ বলেন, গত চার দশকে সন্ত্রাসী হামলায় ২০ হাজারেরও বেশি ভারতীয়ের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারত অসাধারণ ধৈর্য এবং উদারতা দেখিয়েছে। পহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।নিরাপত্তা পরিষদে বিতর্কসভায় অংশ নিয়ে হরিশ বলেন, “গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছিল। সন্ত্রাসের বিশ্বব্যাপী কেন্দ্রস্থল পাকিস্তান যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত ৬৫ বছরের পুরনো এই চুক্তি স্থগিত থাকবে।

–

–

–

–
–

–
–

–

–

–

–

–

–

–

–