Wednesday, August 20, 2025

রোহিত- বিরাটকে ছাড়া ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীর ক্রিকেট দল (Indian Test Cricket Team)। টেস্ট টিম ঘোষণা হতেই দেখা গেল সম্পূর্ণ স্কোয়াডে ব্রাত্য মহম্মদ শামি (Mohammed Shami)। ইংল্যান্ডের দ্রুত গতির পিচে প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপরা জায়গা পেলেও নাম নেই বাংলার পেসারের। রো-কো (Rohit Sharma and Virat Kohli) জুটি তো আগেই সরেছে, তারও আগে রবিচন্দ্রন অশ্বিন। একে একে সিনিয়রদের সরে যেতে হয়েছে বা হচ্ছে। এবার কি তবে সেই তালিকায় নাম জুড়তে চলেছে শামির। নির্বাচকদের ভাবনা চিন্তা দেখে সেরকমই জল্পনা বাড়ছে ক্রিকেট মহলে।

ইংল্যান্ড সফরে দল থেকে শামির বাদ পড়ার পর একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, দীর্ঘ চোটের রেকর্ড, ফর্মহীন ধারাবাহিক ব্যর্থতা আর বয়সের কারণেই কি তাকে নিয়ে ভাবতে রাজি নন বোর্ডের সদস্যরা? ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে চোট পেয়েছিলেন শামি। গোড়ালির চোট বাংলার পেসারকে মাঠের বাইরে ছিটকে দেয় অনেকদিনের জন্য। অস্ত্রোপচার, বারবার রিহ্যাব করার পর আবার ক্রিকেটে ফিরেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা খারাপ পারফরম্যান্স করেননি। কিন্তু আইপিএলে তার ফর্মে খুশি নন নির্বাচকরা। শুধু তাই নয়, দিনে ১০ ওভার বল করার মতো জায়গায় আছেন কিনা বাংলার পেসার, তাও জানা নেই। শামি (Mohammed Shami) আশা করেছিলেন, ইংল্যান্ডের মাটিতে বুমরার সঙ্গে অন্য প্রান্ত থেকে লাল বলের দৌড় শুরু করবেন তিনি। কিন্তু টিম ঘোষণা হওয়ার পর হতাশ হতে হয়েছে। নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর (Ajit Agarkar) জানিয়েছেন টানা ৫ টেস্ট খেলার মতো অবস্থায় শামি নেই। এই কারণে দলে রাখা হয়নি তাঁকে। এরপরই কানাঘুষো শুরু, সত্যিই কি তবে এবার অবসরের চিন্তাভাবনা করছেন বাংলার পেসার? উত্তর মেলেন।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version