Saturday, November 15, 2025

৩২ বছরে অন্যায়ের ‘প্রতিশোধ’, CBI আধিকারিককে তির মারলেন প্রৌঢ়!

Date:

Share post:

সেসময় সিবিআই-কে সাহায্য করেছিলেন অপরাধী ধরে দিতে। তাঁর জন্য রেলের দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল, দাবি রেলের প্রাক্তন গ্যাংম্যানের (gangman)। তাও তাঁকে চাকরি হারাতে হয়েছিল। হন্যে হয়ে এই ৩২ বছর ধরে খুঁজছিলেন সেই ‘অপরাধী’ সিবিআই (CBI) আধিকারিককে। শেষ পর্যন্ত লক্ষ্ণৌতে তাঁকে খুঁজে পেতেই তির (arrow) মারলেন দীনেশ মুর্মু। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু এই কাণ্ড বাঁধিয়ে অপরাধবোধে আদৌ ভুগছেন না প্রাক্তন রেল কর্মচারি। তাঁর তির মারার সেই রোমহর্ষক ঘটনা গোটাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে (CCTV footage)। ঘটনায় গুরুতর আহত সিবিআই-এর এএসআই-কে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

১৯৯৩ সালে রেলের একটি দুর্নীতির (railway corruption) তদন্ত করছিল সিবিআই। সেই সময় বিহারের মুঙ্গেরে রেলের গ্যাংম্যান (gangman) ছিলেন দীনেশ মুর্মু। দুর্নীতি ফাঁস করতে সাহায্য করেছিলেন বলে দাবি দীনেশের। কিন্তু তদন্তের শেষে অপরাধীরা শাস্তি পাওয়ার পাশাপাশি চাকরি হারান দীনেশ। সেই সঙ্গে ধ্বংস হয় তাঁর পরিবার ও সম্মান। তখন থেকেই প্রতিশোধের অপেক্ষা করছিলেন তিনি।

এর আগে ২০০৫ সালে দিল্লিতে সিবিআই (CBI) দফতরে আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি। তবু থেমে থাকেননি। ২০১৫ সালে ফের জৌনপুরে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে জৌনপুর রেলস্টেশনে আরপিএফ কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। শেষ পর্যন্ত খোঁজ পান লক্ষ্ণৌতে হজরতগঞ্জ সিবিআই দফতরে রয়েছেন তাঁর চোখে ‘অপরাধী’ আধিকারিক এএসআই বীরেন্দ্র সিং।

যেমন ভাবা তেমন কাজ। হজরতগঞ্জের দফতরের বাইরে লোহার তির-ধনুক (bow and arrow) নিয়ে বীরেন্দ্র সিংকে আক্রমণ করে দীনেশ। একটি লোহার তির (arrow) সিবিআই আধিকারিকের বুকে গেঁথে যায়। তাঁকে লক্ষ্ণৌ হাসাপাতালে ভর্তি করা হয়। দফতরের বাইরে পুলিশ ও সিবিআই কর্মীরা ধরে ফেলেন দীনেশকে। ধরা পড়ে দীনেশের দাবি, তিনি প্রতিশোধ নিয়েছেন। পুরাণ মেনে তাই তির মেরেই অপরাধীকে শাস্তি দিয়েছেন।

spot_img

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...