Wednesday, December 31, 2025

৩২ বছরে অন্যায়ের ‘প্রতিশোধ’, CBI আধিকারিককে তির মারলেন প্রৌঢ়!

Date:

Share post:

সেসময় সিবিআই-কে সাহায্য করেছিলেন অপরাধী ধরে দিতে। তাঁর জন্য রেলের দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল, দাবি রেলের প্রাক্তন গ্যাংম্যানের (gangman)। তাও তাঁকে চাকরি হারাতে হয়েছিল। হন্যে হয়ে এই ৩২ বছর ধরে খুঁজছিলেন সেই ‘অপরাধী’ সিবিআই (CBI) আধিকারিককে। শেষ পর্যন্ত লক্ষ্ণৌতে তাঁকে খুঁজে পেতেই তির (arrow) মারলেন দীনেশ মুর্মু। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু এই কাণ্ড বাঁধিয়ে অপরাধবোধে আদৌ ভুগছেন না প্রাক্তন রেল কর্মচারি। তাঁর তির মারার সেই রোমহর্ষক ঘটনা গোটাটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে (CCTV footage)। ঘটনায় গুরুতর আহত সিবিআই-এর এএসআই-কে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

১৯৯৩ সালে রেলের একটি দুর্নীতির (railway corruption) তদন্ত করছিল সিবিআই। সেই সময় বিহারের মুঙ্গেরে রেলের গ্যাংম্যান (gangman) ছিলেন দীনেশ মুর্মু। দুর্নীতি ফাঁস করতে সাহায্য করেছিলেন বলে দাবি দীনেশের। কিন্তু তদন্তের শেষে অপরাধীরা শাস্তি পাওয়ার পাশাপাশি চাকরি হারান দীনেশ। সেই সঙ্গে ধ্বংস হয় তাঁর পরিবার ও সম্মান। তখন থেকেই প্রতিশোধের অপেক্ষা করছিলেন তিনি।

এর আগে ২০০৫ সালে দিল্লিতে সিবিআই (CBI) দফতরে আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি। তবু থেমে থাকেননি। ২০১৫ সালে ফের জৌনপুরে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে গিয়ে জৌনপুর রেলস্টেশনে আরপিএফ কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। শেষ পর্যন্ত খোঁজ পান লক্ষ্ণৌতে হজরতগঞ্জ সিবিআই দফতরে রয়েছেন তাঁর চোখে ‘অপরাধী’ আধিকারিক এএসআই বীরেন্দ্র সিং।

যেমন ভাবা তেমন কাজ। হজরতগঞ্জের দফতরের বাইরে লোহার তির-ধনুক (bow and arrow) নিয়ে বীরেন্দ্র সিংকে আক্রমণ করে দীনেশ। একটি লোহার তির (arrow) সিবিআই আধিকারিকের বুকে গেঁথে যায়। তাঁকে লক্ষ্ণৌ হাসাপাতালে ভর্তি করা হয়। দফতরের বাইরে পুলিশ ও সিবিআই কর্মীরা ধরে ফেলেন দীনেশকে। ধরা পড়ে দীনেশের দাবি, তিনি প্রতিশোধ নিয়েছেন। পুরাণ মেনে তাই তির মেরেই অপরাধীকে শাস্তি দিয়েছেন।

spot_img

Related articles

ভোডাফোন বাঁচাতে কেন্দ্র সরকারের বড় ঘোষণা: ২ লক্ষ কোটি মেটাতে অংশীদারিত্ব

দেশের অত্যন্ত পুরোনো ও বিপুল গ্রাহক সমন্বিত মোবাইল নেটওয়ার্কের সপক্ষে সুপ্রিম কোর্ট কেন্দ্রের সরকারকে প্রস্তাব দিয়েছিল। এই পরিস্থিতিতে...

দেওয়া হবে ইনসেনটিভ, ডেলিভারি কর্মীদের ধর্মঘটে বড় ঘোষণা সুইগি ও জোমাটোর

বছরের শেষদিনে ধর্মঘটের ডাক দিয়েছেন ডেলিভারি কর্মীরা। অতিরিক্ত পরিশ্রম, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়া, নিরাপত্তার অভাব সংক্রান্ত একাধিক...

গোটা দেশ স্বাগত জানাবে ২০২৬-কে, ইথিওপিয়ায় কিন্তু ২০১৮!

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই নতুন বছর। ২০২৬। নতুন বছরকে বরণ করে নেওয়ার অপেক্ষায় বিশ্ববাসী। কিন্তু এমনও এক...

২০২৫ সালের অর্থনৈতিক সংস্কার: ভবিষ্যৎ ভারত গড়ার প্রস্তুতি

২০২৫ সালের অর্থনৈতিক সংস্কারগুলি ভারতীয় শাসনব্যবস্থার একটি পরিণত পর্যায়কে প্রতিফলিত করে, যেখানে নিয়ন্ত্রক পরিকাঠামো সম্প্রসারণের পরিবর্তে পরিমাপযোগ্য ফলাফল...