Sunday, November 9, 2025

শ্রেয়সের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুললেন সেওয়াগ

Date:

Share post:

গত ২৪ মে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল(Indian Test Team) ঘোষণা হয়েছে। তারুণ্যে ভরপুর দলই এবার বেছে নিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা। সেইসঙ্গে অধিনায়কের দায়িত্বও উঠেছে তরুণ ক্রিকেটার শুভমন গিলের(Shubman Gill) কাঁধে। কিন্তু সেই দলেই সুযোগ পাননি আরেক তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। দল ঘোষণার পরই তাঁর সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ(Virender Sehwag)।

শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) শেষবার ২০২৪ সালে টেস্ট ফর্ম্যাটে খেলেছিলেন। এরপর চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে ফেরার পর দেশের জার্সিতে ফিরলেও, ভারতের হয়ে সাদা জার্সিতে এখনও পর্যন্ত মাঠে নামা সম্ভব হয়নি। মাঝে বোর্ডের নির্দেশিকা না মানার জন্য বার্ষিক চুক্তি থেকেও বাদ গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। ঘরোয়া ক্রিকেট না খেলা নিয়েই বোর্ডের সঙ্গে ঝালেমায় জড়িয়েছিলেন তিনি। যদিও ২০২৫ সালেই ঘরোয়া বোর্ডের নির্দেশ মেনে ক্রিকেটে নেমেছিলেন শ্রেয়স আইয়ার।

সেখানে ভালো পারফরম্যান্সও দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের আইপিএলে তাঁর নেতৃত্বেই প্লে অফে পৌঁছেছে পঞ্জাব কিংস । নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও নিজের পারফরম্যান্সও প্রদর্শন করেছেন শ্রেয়স আইয়ার। তবুও ভারতীয় টেস্ট দলে ব্রাত্য এই তারকা ক্রিকেটার। তা নিয়েই প্রশ্ন তুলেছেন বীরেন্দ্র সেওয়াগ(Virender Sehwag)। তিনি জানিয়েছেন, “এটা একেবারেই সঠিক যে শ্রেয়স আইয়ার তাঁর নেতৃত্বের সঠিক মূল্যায়ন পাননা। ঋষভ পন্থ ভাল আইপিএলে ভালো অধিনায়কত্ব করতে পারেননি বলেই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হতে পারেননি। কিন্তু শ্রেয়স আইয়ার তো অসাধারণ পারফরম্যান্স করেছেন। শুধুমাত্র তাই নয় অধিনায়ক হিসাবেও বেশ সফল। কেন তাঁকে টেস্ট ক্রিকেটে নেওয়া হবে না। আমার মতে তাঁকে তিন ফর্ম্যাটেই খেলানো উচিৎ”।

সেওয়াগের মতে ভারতীয় দল যখনই চাপের পরিস্থিতিতে পড়বে সেই সময় দলকে সামাল দেওয়ার জন্য আদর্শ ক্রিকেটার শ্রেয়স। এই মুহূর্তেও প্রতি ওভার থেকে ৬-৭ রান বের করে নিয়ে আসার ক্ষমতা রয়েছে এই তারকা ক্রিকেটারের।

এখনও পর্যন্ত দেশের জার্সিতে ১৪টি টেস্ট খেলেছেন শ্রেয়স আইয়ার। সেখানেই তাঁর ঝুলিতে রয়েছে ৮১১ রান। এবারের রঞ্জি ট্রফিতেও মুম্বইয়ের হয়ে ৪৮০ রান রয়েছে শ্রেয়স আইয়ারের। চলতি আইপিএলেও ১৩ ম্যাচে ৪৮৮ রান রয়েছে শ্রেয়স আইয়ারের। এতকিছু সত্ত্বেও ভারতীয় টেস্ট দলে সুযোগ পাননি তিনি। আর সেটাই অবাক করছে বীরেন্দ্র সেওয়াগকে।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...