Saturday, August 23, 2025

প্রাক্তন তারকার ওপরই ভরসা রিয়্যাল মাদ্রিদের(Real Madrid)। আনচেলোত্তি(Carlo Ancelotti) রিয়্যাল মাদ্রিদ ছাড়ার পর থেকেই নতুন কোচ নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। প্রাক্তন তারকা ফুটবলার জাবি অ্যালোন্সোকেই(Xabi Alonso) এবার রিয়্যাল মাদ্রিদের(Real Madrid) কোচের দায়িত্ব তুলে দিল ম্যানেজমেন্ট। আগামী তিন বছরের জন্য স্প্যানিশ জায়ান্টদের দায়িত্ব উঠল জাভি অ্যালোন্সোর কাঁধেই। এবার হাত ধরেও রিয়্যাল মাদ্রিদ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে কিনা সেটাই দেখার।

খেলোয়াড় হিসাবে রিয়্যাল মাদ্রিজ জার্সিতে জাভি অ্যালোন্সোর(Xabi Alonso) বহু রেকর্ড রয়েছে। রিয়্যালের জার্সিতে বহু সাফল্যের স্বাক্ষী যেমন তিনি। তেমনই ট্রফি ক্যাবিনেটেও রয়েছে অ্যালোন্সোর বহু সাফল্যের কীর্তি। চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা যেমন জিতেছেন। এছাড়াও স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে জিতেছেন ছটি খেতাব। খুব ফুটবলারেরই এমন সাফল্য রয়েছে।

এবার সেই জাভি অ্যালোন্সোকেই দলের কোচ হিসাবে নিয়ে এল রিয়্যাল মাদ্রিদ। তাঁর কোচিং কেরিয়ারও কিন্তু এখান থেকেই শুরু হয়ছিল। ২০১৮-১৯ মরসুমে অনুর্ধ্ব-১৪ রিয়্যাল মাদ্রিদ স্কোয়াডের দায়িত্বে ছিলেন এই তারকা ফুটবলার। এরপরই বুন্দেশলিগায় বায়ার্ন লেভাসকুসেনের কোচের দায়িত্ব পেয়েছিলেন। গত মরসুমে তাঁর কোচিংয়েই বুন্দেশলিগায় ইতিহাস তৈরি করে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন লেভাকুসেন। এবারও অল্পের জন্য চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়েছে তাদের।

মরসুম শেষ হতেই লেভারকুসেনের থেকে বিদায় নিয়েছিলেন জাভি অ্যালোন্সো। এবার নিজেপ ক্লাবেই ফিরলেন তিনি। আগামী ২০২৮ সাল পর্যন্ত রিয়্যাল মাদ্রিদের দায়িত্ব উঠল জাভি অ্যালোন্সোর কাঁধে। রিয়্যাল জার্সিতে ২৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। সেইসঙ্গে স্পেনের হয়ে বিশ্বকাপও চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যালোন্সো। শেষপর্যন্ত তাঁর হাত ধরেই রিয়্যাল সাফল্য পায় কিনা সেটাই দেখার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version