Friday, December 26, 2025

সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ে বিশ্বকে সহযোগিতার আহ্বান অভিষেকদের

Date:

Share post:

সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের পর্দা ফাঁস করতে জাপানের পর দক্ষিণ কোরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী বার্তা নিয়ে পৌঁছেছে ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেই দলের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় সফর করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবিচল – আপসহীন অবস্থান তুলে ধরেন তিনি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসের মদতদাতাদের রুখতে আহ্বান জানান।

সোমবার দক্ষিণ কোরিয়ায় কোরিয়া-ইন্ডিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ইউ হো-ইয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেখানে সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে ঘটানো বর্বর সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ তুলে ধরে ভারতের নীতিগত অবস্থান ব্যাখ্যা করেন তাঁরা। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারত সন্ত্রাসবাদী ও তাদের আশ্রয়দাতাদের মধ্যে কোনও পার্থক্য করে না”।

প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার নেতৃস্থানীয় নীতি নির্ধারক বিশেষজ্ঞ সহ ভারতের গবেষণা কেন্দ্রগুলির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে ভারতের সংযত, নির্ভুল কৌশল, যা আন্তর্জাতিক মঞ্চে একটি নৈতিক দৃষ্টান্ত হিসেবে গৃহীত হতে পারে বলে মত প্রকাশ করেন অভিষেক।

অভিষেক আরও বলেন, “বেছে নৈতিকতা দেখালে সন্ত্রাসবাদকে বোঝা যাবে না। এটা মানবতার অপরাধ, যারা একে সমর্থন, রক্ষা অথবা চালনা করে তারাও এর জন্য দায়ী। ” পরবর্তীতে, প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তে-ইউল-এর সঙ্গেও সাক্ষাৎ করে। সেখানেও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভারতের নেতৃত্বদানের ভূমিকা আরও স্পষ্ট করল বলে মনে করছে কূটনৈতিক মহল।

আরও পড়ুন – এবার মেট্রোর হলুদ লাইন পার করলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! জারি নির্দেশিকা

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...