Thursday, November 13, 2025

সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ে বিশ্বকে সহযোগিতার আহ্বান অভিষেকদের

Date:

সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াই এবং পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের পর্দা ফাঁস করতে জাপানের পর দক্ষিণ কোরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী বার্তা নিয়ে পৌঁছেছে ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেই দলের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় সফর করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবিচল – আপসহীন অবস্থান তুলে ধরেন তিনি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসের মদতদাতাদের রুখতে আহ্বান জানান।

সোমবার দক্ষিণ কোরিয়ায় কোরিয়া-ইন্ডিয়া পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ইউ হো-ইয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেখানে সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগামে ঘটানো বর্বর সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ তুলে ধরে ভারতের নীতিগত অবস্থান ব্যাখ্যা করেন তাঁরা। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারত সন্ত্রাসবাদী ও তাদের আশ্রয়দাতাদের মধ্যে কোনও পার্থক্য করে না”।

প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার নেতৃস্থানীয় নীতি নির্ধারক বিশেষজ্ঞ সহ ভারতের গবেষণা কেন্দ্রগুলির প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে ভারতের সংযত, নির্ভুল কৌশল, যা আন্তর্জাতিক মঞ্চে একটি নৈতিক দৃষ্টান্ত হিসেবে গৃহীত হতে পারে বলে মত প্রকাশ করেন অভিষেক।

অভিষেক আরও বলেন, “বেছে নৈতিকতা দেখালে সন্ত্রাসবাদকে বোঝা যাবে না। এটা মানবতার অপরাধ, যারা একে সমর্থন, রক্ষা অথবা চালনা করে তারাও এর জন্য দায়ী। ” পরবর্তীতে, প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তে-ইউল-এর সঙ্গেও সাক্ষাৎ করে। সেখানেও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভারতের নেতৃত্বদানের ভূমিকা আরও স্পষ্ট করল বলে মনে করছে কূটনৈতিক মহল।

আরও পড়ুন – এবার মেট্রোর হলুদ লাইন পার করলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা! জারি নির্দেশিকা

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version