Tuesday, August 26, 2025

মঙ্গলে দিল্লির দলীয় কার্যালয়ে সব সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক তৃণমূলের

Date:

অপারেশন সিন্দুর ও পাক সন্ত্রাস নিয়ে সবাইকে জানাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি আগেই জানিয়েছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, সেই বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। তার আগে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে বৈঠক বসতে চলেছে তৃণমূল। মঙ্গলবার, সব সাংসদদের দিল্লির (Delhi) দলীয় কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বিদেশ সফরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই কারণে তাঁর পক্ষে থাকা সম্ভব নয়।

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার সকাল পৌনে ১২টায় দিল্লির সাউথ অ্যাভেনিউতে দলীয় কার্যালয়ে লোকসভা ও রাজ্যসভার সাংসদ হাজির থাকতে বলা হয়েছে। তবে কী নিয়ে বৈঠক-  সে বিষয়ে তৃণমূলের তরফে এখনও স্পষ্ট করা হয়নি। দেশের সুরক্ষা নিয়ে কেন্দ্রের পাশে তৃণমূল আছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলনেত্রী (Mamata Banerjee)। সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। অপারেশন সিন্দুরের পরে প্রতিনিধিদল ফিরে এলে লোকসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা। এই বিষয়টি তৃণমূল বৈঠকে উঠে আসতে পারে। এই বৈঠক থেকে সেই দাবি তুলে সাংসদের প্রতিনিধিদলকে রাষ্ট্রপতির কাছে পাঠানো বা প্রধানমন্ত্রীর কাছে দাবি সনদ পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও খবরপাকিস্তানের পাশে থাকার অর্থ জঙ্গি সংগঠনকে সমর্থন: সিওলে তোপ দাগলেন অভিষেক

দিল্লিতে এখন কোনও সংসদীয় কার্যক্রম নেই। তবে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আগামী মাসের মাঝামাঝি সংসদের বিশেষ অধিবেশন হতে পারে। তার প্রস্তুতি নিয়েও মঙ্গলবারের বৈঠকে আলোচনা হতে পারে।

 

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version