Wednesday, August 20, 2025

মোদির জুমলার ১১ সাল, তৃণমূলের এগারো সওয়াল

Date:

Share post:

দেশবাসীকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি পুরোটাই অসার। বিজেপি জামানার ১১ বছরে মোদির ভাঁওতা ভরা প্রতিশ্রুতি নিয়ে ১১টি প্রশ্ন ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস ১১ সওয়ালে তুলে ধরল মোদির মিথ্যাচারের এক একটি নমুনা। ছবি প্রকাশ করে তৃণমূল দেখিয়ে দিল ১১ বছরে জুমলার ১১টি সিঁড়ির উপর দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী। ক্যাপশনে ছন্দোবদ্ধ লেখা, জুমলায় ভরা মোদিজির সকল প্রতিশ্রুতি/ মূল্যবৃদ্ধি থেকে বাড়ে বেকারত্ব, রুপি হারায় গতি/ নেই নারী সুরক্ষা, থামেনি কৃষকের কান্না/ পুঁজিপতির ভৃত্য মোদিজিকে দেশের মানুষ চান না।

১১ বছরের ১১টি প্রশ্নে প্রথমেই তুলে ধরা হয়েছে মোদি জামানার জুমলার কথা। প্রধানমন্ত্রী হিসাবে মোদি ক্ষমতা এসেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কালো টাকা উদ্ধার করবেন, কৃষকদের আয় দ্বিগুণ করবেন, প্রতিটি মানুষের মাথায় পাকা ছাদ করে দেবেন, বছরে ২ কোটি বেকারের চাকরি দেবেন। এছাড়া আরও অনেক গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার কিয়দংশও তিনি পূরণ করতে পারেননি এই ১১ বছরে। মোদি সরকারের প্রতিশ্রুতি যে ফাঁপা, তা আজ স্পষ্ট হয়ে গিয়েছে দেশবাসীর কাছে। বিগত ১১ বছরে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়িত করতে পারেননি নরেন্দ্র মোদি। পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল সওয়াল করেছে, বছরে দু’কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল মোদি সরকার।সেই চাকরি তো হয়ইনি। উল্টে মোদি জামানায় সরকারি চাকরিতে নিয়োগ ক্রমশ কমেছে। বেসরকারি ক্ষেত্রেও চাকরির দিশা দেখাতে পারেননি। মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাও হয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রতিটি গরিব মানুষের মাথার উপর ছাদ হয়নি। কালো টাকা উদ্ধারের লক্ষ্যে নোটবাতিলের সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে।

মোদি সরকার বিজ্ঞাপনেই খরচ করেছ, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প সত্ত্বেও নারীরা সুরক্ষায় নেই দেশে। ডাবল ইঞ্জিন রাজ্যে প্রতিনিয়ত চলেছে মহিলাদের প্রতি নির্যাতন। তারপর জাতিগত সন্ত্রাস, ধর্মীয় মেরুকরণ তো চলেছেই। কৃষকদের দুর্দশার পাশাপাশি টাকার দামে পতন, পুঁজিপতিদের প্রাধান্য, অর্থনৈতিক অবনমন তো হয়েই চলছে। সংবাদমাধ্যমের স্বাধিকারও খর্ব মোদি সরকারের আমলে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পুড়েছে মোদি সরকারের।

spot_img

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...