সোমবারের পরে মঙ্গলবারও স্বাস্থ্য ভবনে (Swastha Bhavan) বিস্ফোরণের হুমকি দিয়ে ই-মেইল। এদিন, ইমেলে হুমকি দেওয়া হয়েছে যে, স্বাস্থ্য ভবনের মধ্যে চারটি আরডিএক্স রাখা আছে, বিকাল ৫টার সময় বিস্ফোরণ হবে। এই মেলের পরে ফের সতর্ক স্বাস্থ্য ভবন। বিধাননগর থানার পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সাইবার ক্রাইম থানার পুলিশও। বারবার কী উদ্দেশ্যে এই হুমকি মেল তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার, স্বাস্থ্য ভবনে ৪টি আইইডি IED বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। স্বাস্থ্য ভবন (Swastha Bhavan) চত্বর জুড়ে তল্লাশি শুরু করে বিধাননগর পুলিশ। পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড গোটা এলাকায় তল্লাশি শুরু করে। যদিও সেই তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একটি ভুয়ো মেল আইডি থেকে ওই মেলটি করা হয়েছিল। মঙ্গলবারও স্বাস্থ্য ভবনের মধ্যে চারটি আরডিএক্স রাখা আছে, বিকাল ৫টার সময় বিস্ফোরণ হবে বলে ইমেল আসে। এদিনও পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড। পৌঁছন সাইবার ক্রাইম দফতরের বিশেষজ্ঞরা।
আরও খবর: বাবার শূন্যস্থান পূরণ করতে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলপ্রার্থী নাসিরউদ্দিন কন্যা আলিফা
পুলিশ সূত্রে খবর, এবার একটি অন্য আইডি থেকে এই ইমেল পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, আতঙ্ক তৈরি করতেই এ ধরনের ইমেল পাঠানো হচ্ছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–