Wednesday, August 20, 2025

সমাপ্তি অনুষ্ঠানে সেনাবাহিনীকে বিশেষ সম্মান প্রদর্শনের উদ্যোগ BCCI-এর

Date:

আইপিএলের(IPL) সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর(Indian Army) জন্য বিশেষ উদ্যোগ বিসিসিআইয়ের(BCCI)। সেই অনুষ্ঠানেই ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের তাদের উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। আগামী ৩ জুন আইপিএলের ফাইনাল ম্যাচ। সেই ম্যাতচ শুরু হওয়ার আগেই সেনাবাহিনীর জন্য বিসিসিআইয়ের(BCCI) তরফে এই বিশেষ উদ্যোগহ নেওয়া হয়েছে। গত ১৭ মে থেকে পরিবর্তিত সূচী অনুযায়ী শুরু হয়েছে এবারের আইপিএল(IPL)।

পহেলগামে জঙ্গীদের হামলায় প্রাণ হারিয়েছিলেন সাধারণ পর্যটকরা। সেই ঘটনার পর থেকেই ভারতীয় নাগরিকরা রাগে ফুঁসতে শুরু করেছিলেন। কয়েকদিনের মধ্যেই পাল্টা প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাতে জঙ্গীদের ৯টি ঘাঁটি একেবারে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর। সেই অভিযানেরই নাম ছিল অপারেশন সিন্দুর। সেই অভিযানেই পাকিস্তানের মাটিতে জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

তাদের এই সাফল্যের জন্যই এবার বিশেষ সম্মান প্রদর্শনের ভাবনা বিসিসিআইয়ের। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানিয়েছেন, “আমাদের জওয়ানরা সাহস, নিঃস্বার্থ সেবা করে চলেছেন। অপারেশন সিন্দুরে তাদের সাহসিকতার সকলকে গর্বিত ও উজ্জীবিত করেছেন তারা। সেই কারণেই তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য আমরা এই সমাপ্তি অনুষ্ঠানটা আমাদের সেনাবাহিনীকেই উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি”।

যদিও এর আগেও ভারতীয় সেনাবাহিনীকে নানান মঞ্চ থেকেই সম্মান জানিয়েছে বিসিসিআই। তবে ফাইনালের মঞ্চে তাদের বিশেষ ভাবনা। তাদের এই সিদ্ধান্তকে সকলেই কুর্নিশ জানিয়েছে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version