Thursday, January 15, 2026

আইপিএলে সচিনের রেকর্ড ভাঙলেন সূর্যকুমার যাদব

Date:

Share post:

আইপিএলের(IPL) লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians)। কিন্তু সেটা সম্ভব হয়নি। পঞ্জাব কিংসের(Punjab Kings) কাছে হেরে গেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ারা জিততে না পারলেও, সেই ম্যাচেই কিন্তু সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এক মরসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। এই মরসুমে মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) জিততে না পারলেও সূর্যকুমার যাদবের ব্যাটে ছিল রানের ঝলক। শেষ ম্যাচেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার(Suryakumar Yadav)।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। এরপরই এই মরসুমে সূর্যকুমার যাদবের রান ৬১৯। এই অর্ধশতরান করার পরই ভেঙে দিলেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড। এর আগে আইপিএলের এক মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। ২০১০ সালে ৬১০ রান করেছিলেন সচিন(Sachin Tendulkar)। ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।

চলতি মরসুমে ইতিমধ্যেই ছটি অর্ধশতরান করে ফেলেছেন সূর্যকুমার যাদব। চলতি মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকটি ম্যাচে অর্ধশতরান না পেলও, তাঁর পারফরম্যান্সটাই ফ্যাক্টর হয়ে গিয়েছিল। এবার যদি মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে পৌঁছতে পারে, তবে আরও একটা ম্যাচ পাবেন সূর্যকুমার যাদব। ফলে তাঁর কাছে এই মরসুমে শুভমন গিল এবং সাই সূদর্শনকেও টপকে যাওয়ার সুযোগ রয়েছে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...