Friday, December 5, 2025

আইপিএলে সচিনের রেকর্ড ভাঙলেন সূর্যকুমার যাদব

Date:

Share post:

আইপিএলের(IPL) লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসার সম্ভাবনা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians)। কিন্তু সেটা সম্ভব হয়নি। পঞ্জাব কিংসের(Punjab Kings) কাছে হেরে গেছিল মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ারা জিততে না পারলেও, সেই ম্যাচেই কিন্তু সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এক মরসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। এই মরসুমে মু্ম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians) জিততে না পারলেও সূর্যকুমার যাদবের ব্যাটে ছিল রানের ঝলক। শেষ ম্যাচেও অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার(Suryakumar Yadav)।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে সূর্যকুমার যাদব ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন সূর্যকুমার যাদব। এরপরই এই মরসুমে সূর্যকুমার যাদবের রান ৬১৯। এই অর্ধশতরান করার পরই ভেঙে দিলেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড। এর আগে আইপিএলের এক মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। ২০১০ সালে ৬১০ রান করেছিলেন সচিন(Sachin Tendulkar)। ১৫ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।

চলতি মরসুমে ইতিমধ্যেই ছটি অর্ধশতরান করে ফেলেছেন সূর্যকুমার যাদব। চলতি মরসুমে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকটি ম্যাচে অর্ধশতরান না পেলও, তাঁর পারফরম্যান্সটাই ফ্যাক্টর হয়ে গিয়েছিল। এবার যদি মুম্বই ইন্ডিয়ান্স ফাইনালে পৌঁছতে পারে, তবে আরও একটা ম্যাচ পাবেন সূর্যকুমার যাদব। ফলে তাঁর কাছে এই মরসুমে শুভমন গিল এবং সাই সূদর্শনকেও টপকে যাওয়ার সুযোগ রয়েছে।

spot_img

Related articles

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...

বাংলা-বিরোধিতায় বিদ্যুৎ-বরাদ্দ কমে ১২ ভাগের ১ ভাগ! অভিষেকের প্রশ্নের নির্লজ্জ উত্তর কেন্দ্রের

পরিকাঠামো। স্বাস্থ্য। একশো দিনের কাজ। শিক্ষা। সব ক্ষেত্রের পরে এবার কোপ বিদ্যুতে! শুধুমাত্র বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণে বিদ্যুতের...

সিবিআই মামলায় জামিন সুজয়কৃষ্ণর: নির্দেশ কলকাতা হাই কোর্টের

নিয়োগ মামলায় দীর্ঘ কয়েক মাস নিজের বাড়িতেই গৃহবন্দি ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। এবার জামিন পেয়ে বাস্তবিক জেলমুক্তি। সিবিআই-এর (CBI)...

SIR-র সময় বাড়াতে চায় কমিশন: উল্টো সুর রাজ্যের CEO-র!

রাজ্যে একের পর এক বিএলও মৃত্যু ও অসুস্থতার পরে বাংলার বিএলও-রা লাগাতার আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন। তাঁদের...