পাকিস্তানের সন্ত্রাসবাদ আর অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বিশ্ববাসীকে জানাতে বিভিন্ন দেশে যাচ্ছে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল। সেই দলে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের পরে ইন্দোনেশিয়ায় (Indonesia) গিয়েছেন অভিষেকরা। বুধবার, জাকার্তায় পৌঁছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দীর্ঘদিনের বন্ধু ও স্ট্র্যাটেজিক পার্টনার ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে মত বিনিময় করেন ভারতের প্রতিনিধিরা।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দীর্ঘদিনের বন্ধু ও স্ট্র্যাটেজিক পার্টনার ইন্দোনেশিয়া। সেই সম্পর্ক আরও দৃঢ় করতে উদ্যোগী ভারত। জাকার্তায় ভারত-ইন্দোনেশিয়ার সংসদীয় মৈত্রী গোষ্ঠীর চেয়ারম্যান মহম্মদ রফিকি এবং আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটির ভাইস-চেয়ারপারসন মহম্মদ হুসেন ফাদলুলোহর সঙ্গে গঠনমূলক মতবিনিময় করেন অভিষেক-সহ প্রতিনিধি দলের সদস্যরা।
আরও খবর: দেশের মানুষের জানার অধিকার আছে: সংসদের বিশেষ অধিবেশন চেয়ে চিঠি তৃণমূলের
জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরে পহেলগাম (Pahalgam) হামলা এবং তার পরবর্তী সময় পিওকে এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে প্রবাসীদেরও আওয়াজ তোলার আবেদন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিনের বৈঠকে ইন্দোনেশিয়াতেই দুই দেশের মত বিনিময় আরও বেশি করার, কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করার এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধে সংকল্প বজায় রাখার জন্য যৌথ প্রতিশ্রুতির উপর জোর দেওয়া হয়।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–