পূর্ব বর্ধমান জেলার মেমারির (Memari , East Burdwan) কাজীপাড়া এলাকায় প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধারে চাঞ্চল্য। বুধের সকালে বাড়ির সামনেই দুটি দেহ দেখতে পান স্থানীয়রা। মৃতদের নাম মুস্তাফিজুর রহমান ও মমতাজ পারভীন। পুলিশের প্রাথমিক অনুমান গলার নলি কেটে খুন করা হয়েছে। এরপর দেহ লোপাট করতেই তা টানতে টানতে বাড়ির বাইরে আনা হয়। এই ঘটনায় দম্পতির ছেলের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুস্তাফিজুরের ছেলে বি টেক পাশ করে দিল্লিতে কর্মরত ছিলেন। মাস তিনেক আগে তাঁকে একবার এলাকায় দেখা যায়। খুনের ঘটনার সঙ্গে তিনি জড়িত কিনা তা জানতে তদন্তে মেমারি থানার পুলিশ (Memari Police)।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–