Tuesday, November 4, 2025

মোদির বঙ্গসফরে ব্রাত্য, বিজেপিতে কি আরও বাড়ল দূরত্ব? সোজাসাপ্টা জবাব দিলীপের

Date:

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফরে ডাক পেলেন না দিলীপ ঘোষ। তবে কি রাজ্য বিজেপি তাঁকে ব্রাত্য করল? দলের সঙ্গে দূরত্ব নিয়ে মুখ খুললেন নিজেই। কী বললেন তিনি? বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সব জল্পনা উড়িয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh) সোজাসাপ্টা জানিয়ে দিলেন, দূরত্ব বৃদ্ধির প্রশ্ন নেই। প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে কর্মসূচিতে আসছেন, ওখানকার নেতৃত্ব থাকবে। ওখানকার কর্মীরা থাকবেন। কলকাতায় এলে আমরা থাকব। যাঁরা পদাধিকারী, তাঁদের প্রোটোকল মেনে থাকতে হয় প্রধানমন্ত্রী সঙ্গে। আমি কোনও পদাধিকারী নই। তাই আমি থাকছি না। আমি সাধারণ কর্মী। এখানে যখন আসবেন তখন যাব। গলায় আক্ষেপ ঝরে পড়ে তাঁর।

আরও পড়ুন-অভয়াকে ঢাল করে আর কত স্বার্থসিদ্ধি করবেন অনিকেতরা? উঠছে প্রশ্ন

একুশের বিধানসভা নির্বাচনের পরই রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দেন দিলীপ ঘোষ। তারপর থেকেই রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বৃদ্ধি হতে থাকে। ২০২৪-এ লোকসভা নির্বাচনে আসন বদলে হারের পর তা আরও বেড়ে যায়। এরপর তাঁর বিয়ে ও দিঘার জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দূরত্ব আরও বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ডাক না পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, দলের রাজ্য নেতারা দিলীপ ঘোষকে ব্রাত্য করতেই কি দূরে সরিয়ে রাখলেন? তবে সেসব পরোয়া করছেন না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই জানিয়ে দিয়েছেন, কে করল, কে করল না, তাতে কিছু যায় আসে না তাঁর। পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছে সেটা আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। যে দায়িত্ব দেবে, পালন করে যাব।

_

_

_

_

_

_

_

_

_

_

_

_

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version