Tuesday, November 11, 2025

প্লেঅফে বিরাটের অতীত পরিসংখ্যানই চিন্তার বিষয় RCB-এর

Date:

আর মাত্র দুটো ম্যাচ জিততে পারলেই দীর্ঘ অপেক্ষার অবসান হবে বিরাট কোহলির(Virat Kohli)। প্রথমবার আইপিএলের(IPL) ট্রফি চ্যাম্পিয়ন থেকে খুব একটা দূরে নেই বিরাট(Virat Kohli)। প্লেঅফের প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের(PBKS) বিরুদ্ধে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। বেঙ্গালুরুর এই মঞ্চে পৌঁছনোর পিছনে এবারেও বিরাট কোহলির(Virat Kohli) অবদান অনস্বীকার্য। কিন্তু চিন্তা একটাই জায়গায়। আইপিএলের প্লেঅফের মঞ্চে বিরাটের অতীত পরিসংখ্যানই চিন্তা বাড়াতে পারে আরসিবি ব্রিগেডের।

এই মুহূর্তে আইপিএলের(IPL) মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার। একের পর এক ম্যাচে বড় রানের ইনিংস খেলতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে(Virat Kohli)। কিন্তু সেই ধারা কী এবারের প্লেঅফে ধরে রাখতে পারবেন তিনি। অতীত পরিসংখ্যান দেখলে কিন্তু আরসিবি(RCB) ব্রিগেডের চিন্তা বাড়তেই পারে। তবে নামটা যেহেতু বিরাট কোহলি, পরিসংখ্যান বদলে গেলেও অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

এখনও পর্যন্ত আইরপিএলের প্লেঅফে ১৫টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। সেখানেই বিরাট কোহলির ব্যাটে রান এসেছে মাত্র ৩৪১ এবং গড় রয়েছে ২৬.২৩। সেইসঙ্গে স্ট্রাইকরেট রয়েছে ১২১.৭৮। সেঞ্চুরি তো নেইই, প্লেঅফের মঞ্চে বিরাট কোহলির ঝুলিতে অর্ধশতরান রয়েছে মাত্র দুটো। তারমধ্যে একটি শেষবার ২০১৬ সালের আইপিএলের ফাইনালে অর্ধশতরান করেছিলেন তিনি।

এবারের আইপিএলের লিগ পর্বেও দুরন্ত মেজাজে রয়েছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত ১৩ ইনিংসে বিরাট কোহলির রান ৬০২। কিন্তু বরাবরই লিগ পর্বের ফর্ম প্লেঅফে ধরে রাখতে পারেন না বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে এই নিয়ে চিন্তা যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version