সিঁদুর মা বোনেদের আত্মসম্মান, সেটা বেচা যায় না- আলিপুরদুয়ারে (Alipurduwer) দাঁড়িয়ে সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্ফালনের পরে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তার পরেও বিজেপির অসভ্যতা বন্ধ হয়নি। শুক্রবার, হুগলির চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোড়ে কর্তব্যরত মহিলা পুলিশকর্মীদের জোর করে সিঁদুর পরিয়ে দেন বিজেপির কর্মীরা। এই নিয়ে এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দেশের নিরাপত্তাকে প্রধান্য দিতে অপারেশন সিন্দুরের পাশে থেকে কেন্দ্রকে সমর্থন জানিয়েছে তৃণমূল। কিন্তু বৃহস্পতিবার রাজ্যের এসে সৌজন্যের বদলে বাংলার শাসকদলকে নিশানা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর পাল্টা নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মোদির বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর কথায়, “অপারেশন সিঁদুর নাম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে এবিষয়ে এখনি কিছু বলব না। বিজেপি বিরোধী দলের প্রতিনিধিরা যখন দেশের হয়ে গলা ফাটাচ্ছে। তখন নির্বাচনী রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন বিজেপিরই লোক। অপারেশন সিন্দুর নিয়ে আমার কিছু বলার নেই। প্রত্যেক মহিলার সিঁদুরের প্রতি সম্মান রয়েছে। তাঁরা স্বামীদের থেকে সিঁদুর নেন। কিন্তু আপনি তো সবার স্বামী নন। আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দেন না? আমি দুঃখিত। এটা আমার বলার কথা ছিল না। কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন মুখ খুলতে।“

এর পরেই অভব্য আচরণ করতে পথে নামেন মহিলা বিজেপি কর্মীরা। হুগলির চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোড় অবরোধ করেন। সেটা তুলতে গেলে জোর করে মহিলা পুলিশকর্মীদের সিঁদুর পরিয়ে দেন তাঁরা। কপালে, গালে সিঁদুর ঘষে দেওয়া হয়। বাধা দেন মহিলা পুলিশকর্মীরা। বিজেপি মহিলা কর্মীদের সঙ্গে উর্দিধারীদের বাকবিতণ্ডা শুরু হয়। বিজেপি কর্মী নিরূপা চক্রবর্তী বলেন, “সিঁদুর আমাদের অহঙ্কার। আমি নিজে সিঁদুর পরব। বিবাহিত মহিলাদেরও সিঁদুর পরাব।”
আরও খবর: মেডিক্যালে পোস্টিং বিতর্কে আদালতের দ্বারস্থ দেবাশিস-আসফাকুল্লারা, জুনে শুনানির সম্ভাবনা

পালটা হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “বিজেপি অপারেশন সিঁদুর নিয়ে ছেলেখেলা করছে চুঁচুড়ার ঘটনা তার প্রমাণ। হিন্দুধর্মে সিঁদুরকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। একজন কর্তব্যরত মহিলা পুলিশকর্মীকে জোর করে সিঁদুর পরিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে অপারেশন সিঁদুরের পক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন তখন দেশের প্রধানমন্ত্রী তা নিয়ে রাজনীতি করছেন। অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে বিজেপি নোংরামো করছে তার জবাব দেবে সাধারণ মানুষ।”

–

–

–

–

–

–
–
–
–
–