Wednesday, August 20, 2025

নিয়মে রদবদল, এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে প্রকাশিত নতুন বিধি

Date:

স্কুল সার্ভিস কমিশনের (SSC ) শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নয়াবিধি প্রকাশিত হল। কথা রাখল রাজ্য সরকার (Govt of WB), ছাড় দেওয়া হলো বয়সের ঊর্ধ্বসীমায়। বৃহস্পতিবার মধ্যরাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। এ ছাড়া, তফসিলি জাতি, জনজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির চাকরিপ্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। এর পাশাপাশি শিক্ষকদের ক্লাস নেওয়ার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়েছে।

নিয়োগের নয়া বিধিতে (New rules of teachers recruitment) শিক্ষকতার অভিজ্ঞতা এবং ‘লেকচার ডেমোস্ট্রেশন’ নামে নতুন ক্যাটাগরি সংযোজিত হয়েছে। জানা গেছে এবার থেকে ৫৫-র পরিবর্তে মোট ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। ‘লেকচার ডেমোস্ট্রেশন’-এর জন্যও সর্বোচ্চ ১০ নম্বর রাখা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। প্যানেল ও এবং অপেক্ষমান মেধাতালিকার মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। তবে প্রয়োজন বুঝে কমিশন তা ছ’মাস পর্যন্ত বাড়াতে পারবে। সে ক্ষেত্রে আগাম রাজ্য সরকারের অনুমতি নিতে হবে। ওএমআর শিটের (OMR sheet) স্ক্যান করা কপি প্যানেলের মেয়াদ শেষের পর ১০ বছর পর্যন্ত সংরক্ষিত করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের মতো এখনও টেট (TET ) পাশ বাধ্যতামূলক। টেটের প্রাপ্ত নম্বরের সর্বাধিক গুরুত্ব থাকবে সর্বোচ্চ ৪০ নম্বরের। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি মনে করছে এই নতুন নিয়োগ বিধিতে যাঁরা ‘যোগ্য’ চাকরিহারা তাঁদের অনেকটাই সুবিধে হবে।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version