Tuesday, November 4, 2025

হার্ভার্ডে বিদেশি পড়ুয়া ভর্তিতে বিধিনিষেধ নয়, ট্রাম্প সরকারকে নির্দেশ মার্কিন আদালতের

Date:

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) বিদেশি ছাত্র ভর্তি (Foreign Student) এবং স্টুডেন্টস ভিসা দেওয়ার ব্যাপারে নাক গলাতে পারবে না মার্কিন সরকার, স্পষ্ট নির্দেশ আমেরিকার আদালতের। গত কয়েকদিন ধরে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সরকারের এক অলিখিত যুদ্ধ চলছে। কখনও বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করছেন প্রেসিডেন্ট, আবার কখনও প্যালেস্টাইনের হামলার প্রতিবাদে শিক্ষাঙ্গনে বিক্ষোভ- সমাবেশের অভিযোগ তুলে হার্ভার্ডকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়েছে নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিওরিটি (Homeland security) ও বিদেশ দফতরকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভিসা দেওয়ার নিয়মে অনির্দিষ্ট কালের জন্য কোনও পরিবর্তন না করার নির্দেশ দিয়েছেন ডিসট্রিক্ট কোর্টের বিচারক অ্যালিসন বুরোস (Alison Burrows,District Court Judge)।

মে মাসে তৃতীয় সপ্তাহে বিদেশি ছাত্রদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্পের সরকার। সাফাই হিসেবে জানানো হয়েছিল, দেশের নিরাপত্তা নিয়ে তদন্তকারীদের সিদ্ধান্তের জেরেই বিশ্ববিদ্যালয়ের উপর নাকি এই কোপ। হার্ভার্ড কর্তৃপক্ষতা মেনে নিতে পারেনি। এরপর জল গড়ায় আদালত পর্যন্ত। সরকারি সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়। যদিও তাতে একেবারে দমে যাননি মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার আদালতের নির্দেশ আসার পর ট্রাম্পের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সূত্রের খবর, ডিসট্রিক্ট কোর্টের নির্দেশ মতো আগামী এক মাসের জন্য বিদেশি ছাত্র ভর্তি এবং স্টুডেন্টস ভিসা নীতিতে কোনও রকম হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হয়েছে ওভাল অফিসের তরফ থেকে।

 

Related articles

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...

ছিটমহলে এসআইআর নিয়ে জট! ফর্ম ফেরালেন পোয়াতুর কুঠির বাসিন্দারা

রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার সকাল থেকে বাড়ি বাড়ি ফর্ম নিয়ে হাজির...
Exit mobile version