Thursday, August 21, 2025

শুধু যুদ্ধ নয়, পারমানবিক লড়াই থামালাম: ১১তম দাবি ট্রাম্পের, নীরব মোদি!

Date:

একবার, দুবার নয়। টানা ১১ বার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করলেন তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য লড়াই থামালেন। তারপরেও প্রকাশ্যে ট্রাম্পের সেই ভাষণের উত্তর দেওয়ার ক্ষমতা নেই ভারতের মোদি সরকারের। বিদেশ মন্ত্রকের (MEA) তরফে এমন বিবৃতি জারি করা হয়, যে তারপরেও টানা ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থামানোর দাবি করে চলেছেন ট্রাম্প। অন্যদিকে মোদির দাবি, ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) জন্য শান্তির পথে হাঁটতে বাধ্য হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে এই বিষয়গুলি স্পষ্ট করার জন্য বারবার সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছে। সেই দাবি কেন মোদি সরকার এড়িয়ে যাচ্ছে, ট্রাম্পের ১১ তম দাবির পরে তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

ফের একবার ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি অশান্তির পরিস্থিতিতে দ্বন্দ্ব থামানোর দাবি করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আগের মতো একইভাবে তিনি বলেন, আমার মনে হয় যে চুক্তি করে আমি সবথেকে বেশি খুশি তা হল ভারত ও পাকিস্তানের সঙ্গে চুক্তি। যার মাধ্যমে আমরা একটি সম্ভাব্য পারমাণবিক লড়াই থামিয়ে দিতে পেরেছি। তা সম্ভব হয়েছে বাণিজ্যের (trade) মাধ্যমে, বুলেটে নয়।

অত্যন্ত লজ্জাজনকভাবে ভারতকে বুলেটে বিশ্বাসী বলেও এবার দাবি করেন ট্রাম্প (Donald Trump)। তিনি বলেন, সাধারণত ভারত-পাকিস্তান দ্বন্দ্ব থামে বুলেটের মাধ্যমে। আমরা এটা থামালাম বাণিজ্যের মাধ্যমে। তাই আমি এর জন্য গর্বিত। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি অত্যন্ত জঘন্য যুদ্ধ হতে যাচ্ছিল। এবং এখন তারা দুজনে কেমন শান্তিতে রয়েছে।

ভারতের প্রতি এই ধরনের লজ্জাজনক ও কদর্য ইঙ্গিত এর আগেও করেছেন ট্রাম্প। তারপরেও নীরব থেকেছেন মোদি। বারবার পাকিস্তানকে উচিত শিক্ষার দেওয়ার হুমকি দেওয়া নরেন্দ্র মোদি, আদতে একটুকুও চিন্তিত নন মার্কিন রাষ্ট্রপতি যেভাবে ভারতের বদনাম গোটা বিশ্বের সামনে তুলে ধরছেন তা নিয়ে। ভারতের প্রতিনিধিদল কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে আমেরিকাতেও পাকিস্তান নিয়ে অবস্থান স্পষ্ট করে এসেছে। তারপরে প্রথমবার এই দ্বন্দ্ব থামানো কৃতিত্ব নিলেন ট্রাম্প। এরপরেও ব্যাখ্য়া দিতে ব্যর্থ মোদি সরকার।

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version