মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে আইপিএলে যাত্রা শেষ শুভমন গিলের। এলিমিনেটরের মঞ্চে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি শুভমন গিল(Shubman Gill)। সেই ম্যাচে তাঁর নেতৃত্ব নিয়েও নানান কথাবার্তা হচ্ছে। সামনে টেস্ট সিরিজ। সেখানেও যে শুভমন গিলকে নিয়ে কথা হবে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই শুভমন গিলকে(Shubman Gill) প্রশংসায় ভরিয়ে দিলেন শিখর ধওয়ান(Shikhar Dhawan)। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে শুভমন গিল যে একেবারেই যোগ্য তা মানতে কোনও দ্বিধা নেই গব্বরের।

বরং বিসিসিআইয়ের(BCCI) এই সিদ্ধান্তকে সমর্থনই করছেন তিনি। তাঁর মতে আইপিএলের মঞ্চে এবারে খাব ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শুভমন গিল। তাঁর নেতৃত্বে আইপিএলের প্লেঅফেও পৌঁছেছে গুজরাট টাইটান্স। রোহিত শর্মা পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের ভার শুভমন গিলকে দেওয়া একেবারেই সঠিক বলে মনে করছেন গব্বর।

তিনি জানিয়েছেন, “আমার মনে হয় তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্তটা একেবারেই সঠিক। এবারের আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স করেছেন শুভমন গিল। তাঁর প্রতিভা খুবই বিরল। আর শুধু তাই নয় ভারতীয় দলের এখন নিয়মিত খেলছেন শুভমন গিল। আমার মনে টেস্ট অধিনায়কের জন্য শুভমন গিল একেবারে যোগ্য প্রার্থী ছিলেন”।

এবারের আইপিএলে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। যদিও ফাইনালের রাস্তা খুলতে পারেনি তারা। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেই থামতে হয়েছে গুজরাট টাইটান্সকে।

–

–

–

–

–

–

–
–
–
–
–