Saturday, November 15, 2025

রাজনৈতিক স্বার্থ দেশের নিরাপত্তার থেকে বড় নয়: নাম না করে বিজেপিকে জাতীয়তাবাদের পাঠ অভিষেকের

Date:

ভারতে জঙ্গি হামলা নিয়ে যখন সংসদীয় সর্বদলীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে বিদেশের মাটিতে পাকিস্তানকে ধুয়ে দিচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন বাংলায় এসে শাসকদলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসেছেন অমিত শাহও। এই পরিস্থিতিতে রবিবার, কুয়ালালামপুরে (Kuyala Lumpur, Malaysia) বিজেপির (BJP) নাম না করে জাতীয়বাদের পাঠ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, “আমার রাজনৈতিক স্বার্থ কখনও দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না।“

দেশের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে তৃণমূল সৌজন্য দেখানোর পরেও বৃহস্পতিবার বাংলায় এসে শাসকদলকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তার কিছুক্ষণ পরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পাল্টা হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে এটা শোভা পায় না। সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেশের হয়ে বিদেশে গলা ফাটাচ্ছেন, তখন প্রধানমন্ত্রী এই ধরনের কথা কী ভাবে বলেন!

এর পরে কুয়ালালামপুরে (Kuyala Lumpur) গিয়ে বিজেপি বা মোদির নাম না করে জাতীয়তাবাদের পাঠে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করি। (কেন্দ্রের) শাসকদলের সঙ্গে আমার মতবিরোধ থাকতে পারে, কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করছি। আমি আমার রাজনৈতিক স্বার্থকে আমার জাতীয় স্বার্থের পথে আসতে দেব না। জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে, আমি আমার দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব।“

পরে স্যোশাল মিডিয়াতে পোস্ট করেও অভিষেক লেখেন, “বর্তমান শাসকদলের সঙ্গে আমার মতভেদ থাকতে পারে। কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধি। আমার রাজনৈতিক স্বার্থ কখনও দেশের জাতীয় নিরাপত্তার চেয়ে বড় হতে পারে না। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে, আমি আমার দেশের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই।”
আরও খবরডেইলি প্যাসেঞ্জারি চালিয়ে যান, ছাব্বিশে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন মমতাই, শাহকে কটাক্ষ কুণালের

Related articles

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...
Exit mobile version