Tuesday, August 26, 2025

দল বিরোধী কাজে কড়া পদক্ষেপ: TMCP থেকে বহিষ্কার বীরভূমের জেলা সভাপতি বিক্রমজিৎ

Date:

Share post:

দল বিরোধী কাজ করে  ভাবমূর্তি নষ্ট করলে রেয়াত করবে না তৃণমূল। আগেই এই বার্তা দিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো-সহ শীর্ষ নেতৃত্ব। সেই অবস্থানে স্থির থেকে বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হল। তৃণমূলের TMCP-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) এই খবর জানান।

বৃহস্পতিবার রাতে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিও ক্লিপে বোলপুর থানার আইসি-কে অশ্রাব্য-কদার্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। এর প্রেক্ষিতে আইনানুগ কড়া বার্তা দেয় তৃণমূল। তাঁকে ক্ষমাপ্রার্থনা করার নির্দেশ দেয় দল। তিনি চিঠি লিখে ক্ষমা চান। এই নিয়ে আর অনুব্রতের পাশে দাঁড়িয়ে সরব হন থেকে বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ (Vikram Shaw)। নেতার পথে হেঁটে পুলিশ আধিকারিককে অশালীন আক্রমণ করেন তিনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেক বালি মাফিয়া, পাথর মাফিয়ার সঙ্গে যোগাযোগ বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক ব্র্য়ান্ডকে দমানোর চেষ্টা করছে।” সোশ্য়াল মিডিয়া পোস্টে তিনি বলেন, “লিটন হালদারের দম থাকলে, বুকের পাটা থাকলে সত্যি কথাটা জানাও। বালিঘাট থেকে বোলপুরের সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছ, তুমি অনুব্রত নামক শক্তিকে নিজের অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছ। তোমার অপকর্মে অনুব্রতর শক্তি দমে না। এডিটিং করে ভয়েস তুলে আনার, এডিটিং করে সেই ভয়েস মার্কেটে দেওয়ার চেষ্টা করেছ।” তবে, পরে সংবাদ মাধ্যমের সামনে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান বিক্রমজিৎ। বলেন, তাঁর নেতার পাশে দাঁড়িয়ে আবেগে ওই সব কথা বলেছেন তিনি। কেউ তাঁর কথায় আহত হলে তিনি দুঃখিত। আইন আইনের পথে চলবে।

এর পরেই কড়া পদক্ষেপ করে তৃণমূল। চিঠি দিয়ে তৃণাঙ্কুর জানান, “আপনাকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) থেকে ৬ বছরের জন্য বরখাস্ত করা হল।
সামাজিক মাধ্যমে আপনার সাম্প্রতিক আচরণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের দলবিরোধী কার্যকলাপ সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে।
আমরা আশা করি সকল সদস্য সর্বদা WBTMCP-এর মর্যাদা এবং মূল্যবোধ সমুন্নত রাখবেন।“

spot_img

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...