দল বিরোধী কাজে কড়া পদক্ষেপ: TMCP থেকে বহিষ্কার বীরভূমের জেলা সভাপতি বিক্রমজিৎ

Date:

Share post:

দল বিরোধী কাজ করে  ভাবমূর্তি নষ্ট করলে রেয়াত করবে না তৃণমূল। আগেই এই বার্তা দিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো-সহ শীর্ষ নেতৃত্ব। সেই অবস্থানে স্থির থেকে বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হল। তৃণমূলের TMCP-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) এই খবর জানান।

বৃহস্পতিবার রাতে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিও ক্লিপে বোলপুর থানার আইসি-কে অশ্রাব্য-কদার্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। এর প্রেক্ষিতে আইনানুগ কড়া বার্তা দেয় তৃণমূল। তাঁকে ক্ষমাপ্রার্থনা করার নির্দেশ দেয় দল। তিনি চিঠি লিখে ক্ষমা চান। এই নিয়ে আর অনুব্রতের পাশে দাঁড়িয়ে সরব হন থেকে বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ (Vikram Shaw)। নেতার পথে হেঁটে পুলিশ আধিকারিককে অশালীন আক্রমণ করেন তিনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেক বালি মাফিয়া, পাথর মাফিয়ার সঙ্গে যোগাযোগ বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক ব্র্য়ান্ডকে দমানোর চেষ্টা করছে।” সোশ্য়াল মিডিয়া পোস্টে তিনি বলেন, “লিটন হালদারের দম থাকলে, বুকের পাটা থাকলে সত্যি কথাটা জানাও। বালিঘাট থেকে বোলপুরের সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছ, তুমি অনুব্রত নামক শক্তিকে নিজের অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছ। তোমার অপকর্মে অনুব্রতর শক্তি দমে না। এডিটিং করে ভয়েস তুলে আনার, এডিটিং করে সেই ভয়েস মার্কেটে দেওয়ার চেষ্টা করেছ।” তবে, পরে সংবাদ মাধ্যমের সামনে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান বিক্রমজিৎ। বলেন, তাঁর নেতার পাশে দাঁড়িয়ে আবেগে ওই সব কথা বলেছেন তিনি। কেউ তাঁর কথায় আহত হলে তিনি দুঃখিত। আইন আইনের পথে চলবে।

এর পরেই কড়া পদক্ষেপ করে তৃণমূল। চিঠি দিয়ে তৃণাঙ্কুর জানান, “আপনাকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) থেকে ৬ বছরের জন্য বরখাস্ত করা হল।
সামাজিক মাধ্যমে আপনার সাম্প্রতিক আচরণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের দলবিরোধী কার্যকলাপ সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুন্ন করেছে।
আমরা আশা করি সকল সদস্য সর্বদা WBTMCP-এর মর্যাদা এবং মূল্যবোধ সমুন্নত রাখবেন।“

spot_img

Related articles

গভীর হচ্ছে নিম্নচাপ: কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কমলা সর্তকতা জারি

নবমী পর্যন্ত মোটের উপর আবহাওয়া ভালো থাকলেও, দশমীর সকাল থেকেই হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতো বিক্ষিপ্ত বৃষ্টি...

অহিংসা-শান্তি-একতা-সম্প্রীতির বাণী: গান্ধীজিকে স্মরণ মমতা ও অভিষেকের

২ অক্টোবর গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti)। দেশজুড়ে জাতির জনকের ১৫৬তম জন্মনবার্ষিকী উদযাপিত হচ্ছে। আজ শুধুমাত্র জাতীয় ছুটিই নয়,...

নবমীর সকালে প্রয়াত বাম আমলের প্রাক্তন মন্ত্রী

উৎসবের মধ্যেই শোকের ছায়া বাম শিবিরে। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়। বুধবার সকালে ৮৫...

মহানবমীতে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর: নিজে হাতেই বাজালেন কাঁসর

মহানবমীতে গোটা শহর যখন বৃষ্টি উপেক্ষা করে দুর্গোৎসবের আনন্দ নিতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের...