Thursday, August 21, 2025

অপরেশন সিন্দুর নিয়ে বিশেষ অধিবেশনে ডাকতে প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে ১৬টি বিরোধী দল: বৈঠকের সিদ্ধান্ত জানালেন ডেরেক

Date:

Share post:

‘অপরেশন সিন্দুর’ নিয়ে জানাতে সংসদে বিশেষ অধিবেশনে ডাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিচ্ছে ১৬টি বিরোধী দল। মঙ্গলবার, দিল্লিতে I.N.D.I.A.-র বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান, তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়ান (Derek O’Brien)। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপও এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে।

এদিন বিরোধীজোটের দলগুলি দিল্লির (Delhi) কনস্টিটিউশন ক্লাবে ঘণ্টা খানেক বৈঠকে বসে। এরপর ডেরেক ও ব্রায়ান (Derek O’Brien), কংগ্রেস জয়রাম রমেশ, দীপেন্দ্র হুডা, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, শিবসেনা (উদ্ধব)সঞ্জয় রাউত ও আরজেডি মনোজ ঝা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে সিদ্ধান্ত হয়, বুধবার সন্ধেয় সংসদের বিশেষ অধিবেশন ডাকতে একযোগে ১৬টি বিরোধীদল চিঠি দেবে প্রধানমন্ত্রীকে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৩০০ জন সাংসদ স্বাক্ষর করেছেন। সেই অধিবেশনে যাতে পাহেলগাম, পুঞ্চ, রাজৌরি ও অপারেশন সিন্দুরের পরবর্তী পরিস্থিতি নিয়ে যাতে আলোচনা হয় তা চিঠিতে উল্লেখ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেরেক। তবে এই ১৬ টি বিরোধীদলের তালিকায় অরবিন্দ কেজরিওয়ালের আদমি পার্টি নেই (AAP)। এই বিষয়ে আপ আলাদা ভাবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে বলে বলে জানিয়েছেন ডেরেক।

সংসদের বিশেষ অধিবেশনের (Special Session) দাবিতে গত দিন দশেক ধরেই তৃণমূল নেতৃত্বে বিরোধী দলগুলির তরফে দিল্লিতে উদ্যোগ নেওয়া হচ্ছিল। আপ, সিপিএমের তরফে আলাদা চিঠি দেওয়া হয়। এবার মোদি সরকারকে চাপে ফেলতে একযোগে বিরোধীদের দাবি পাহেলগাম জঙ্গি হানা এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের বিষয়ে সবিস্তারে আলোচনা হোক সংসদে। তৃণমূল সাংসদ বলেন, সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য কেন্দ্র। সংসদের মাধ্যমেই দেশবাসী সমগ্র বিষয়টি জানতে পারবে। এই উদ্যোগ কেবল সংসদীয় দল স্তরেই নেওয়া হয়নি, বরং ১৬টি রাজনৈতিক দলের প্রধানদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি (এসপি), ডিএমকে, শিবসেনা (ইউবিটি), জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেএন্ডকে এনসি), সিপিআই(এম), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল), সিপিআই, রেভোলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), বিদুথলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), কেরালা কংগ্রেস, এমডিএমকে এবং সিপিআই(এমএল) বলেন ডেরেক ব্রায়েন।

অন্যদিকে  তৃণমূল আবেদন ছিল বিদেশ সফর থেকে সংসদীয় প্রতিনিধি দল দেশে ফেরার পরেই এই অধিবেশনের আয়োজন করা হোক। একই দাবি কংগ্রেস এবং সিপিএম এর তরফে করা হয়। সুত্রের খবর  বিশ্বের ৩৩ দেশে যাওয়া ওই প্রতিনিধি দলের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী মোদি।
আরও খবর: অর্থ দফতরে ‘সারপ্রাইজ ভিজিট’ মুখ্যমন্ত্রীর! মেটালেন ছবি তোলার আবদার

spot_img

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...