Thursday, August 21, 2025

দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে বৃত্তটা সম্পূর্ণ হল। আইপিএল(IPL) চ্যাম্পিয়ন বিরাট কোহলি(Virat Kohli)। পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। জয়ের উচ্ছ্বাসে চোখের জলও এদিন বাধ মানল না বিরাটের(Virat Kohli)। হবে নাই বা কেন, দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান হল বলে কথা। মরসুমের শুরু থেকেই এবার দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলিরা। বোলিং থেকে ব্যাটিং দুই জায়গাতেই নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছিল তারা। তখন থেকেই ফেভারিটের তকমা উঠেছিল। ফাইনালে শ্রেয়স(Shreyas Iyer) আইয়াররা  কঠিন প্রতিপক্ষ হলে দিনটা ছিল কোহলিদেরই। সমস্ত হিসাব নিকাশকে দূরে ঠেলে ১৮ বর্ষেই আইপিএলের নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। স্বপ্ন সত্যি হল বিরাট কোহলিরও।

ম্যাচ শেষ হতে আর তখন কয়েক বল বাকি। গ্যালারীতে শুরু আরসিবি আরসিবি চিতকার। সেইসঙ্গে অবশ্যই কোহলির নাম। একটা একটা করে বল হচ্ছে আর বিরাট কোহলির শরীরি ভাষাটাও বদলে যাচ্ছে। চোখের জল আর ধরে রাখতে পারলেন না। স্কৃণে একদিকে দেখাচ্ছে অনুস্কা শর্মাকে। আর বিরাট! মাঠে বিরাটের(Virat Kohli) চোখে তখন আনন্দাশ্রু। অবশেষে আইপিএলের ট্রফিটা এবার হাতে নিতে পারবেন তিনি। আহমেদাবাদ স্টেডিয়ামে শেষ মুহূর্তের চিত্রটাই যেন এদিন অন্যরকম। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই এদিন বিরাট বন্দনাও শুরু।

টস জিতে শ্রেয়স আইয়ার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। বোধহয় তখনই ম্যাচের ভাগ্যটাও নিশ্চিত হয়ে গিয়েছিল। শ্রেয়সের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতেই পারে। তবে আরসিবিও সেই সুযোগ নিতে মরিয়া ছিল। বিশেষ করে বিরাট কোহলি। ফিল সল্ট শুরুটা আক্রমণাত্মকভাবে করলেও ১৬ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। কিন্তু পিচ কামড়ে এদিন পড়েছিলেন বিরাট কোহলি। দায়িত্বটা একাই কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু একসময় তাঁকেও থামতে হল। ৪৩ রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। চোখে মুখে তাঁর একরাশ হতাশা। তখন আরসিবির রান ১৩১। কিন্তু লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা এবং রোমারিও শেফার্ডদের ঝোরো ইনিংসে ভর করে শেষপর্যন্ত ১৯০ রানে পৌঁছয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বল হাতে বিধ্বংসী ফর্মে এদিন ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পান্ডিয়ারা। পঞ্জাবের ওপেনিং জুটিই ভাঙেন ভুবনেশ্বর। অন্যদিকে প্রভসিমরণ সিং এবং জশ ইঙ্গলিসকে সাজঘরে ফিরিয়ে দেন। এরপর পঞ্জাবের সেরা ক্রিকেটার শ্রেয়সকে ফেরাতেই আরসিবি শিবিরে উচ্ছ্বাস। অপেক্ষাটা সেই থেকেই শুরু। শেষপর্যন্ত ১৮৪ রানেই থেমে গেল পঞ্জাব কিংস। আইপিএলের নতুন চ্যাম্পিয়ন আরসিবি। তৃপ্ত বিরাট কোহলি।

ম্যাচ শেষে বলেই ফেললেন। অবশেষে দীর্ঘ অপেক্ষাক অবসানটা হল। এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলাম। অবশেষে আমি চ্যাম্পিয়ন হলাম।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version