Friday, August 22, 2025

অষ্টাদশ আইপিএল (IPL Season 18)জয়ের খেতাব কার দখলে, উত্তর মিলবে আর কয়েক ঘণ্টার মধ্যেই। ইতিমধ্যেই উত্তেজনা পঞ্জাব কিংস (PBKS) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) সমর্থকদের মধ্যে।গত ১৭ বছর ধরে আইপিএল জিততে না পারার দুঃখ ভুলিয়ে বিরাট কোহলিকে (Virat Kohli) এই কাপ উপহার দিতে চায় আরসিবি। অন্যদিকে কেকেআর থেকে বিতাড়িত হওয়ার পর নিজের কাছেই নিজের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ জিততে মরিয়া শ্রেয়স আইয়ার (Shreyash Iyer)। ফলে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে আজ ক্রিকেট দুনিয়া।

সাবালক আইপিএলে এবছর অনেক না বলা কথা ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। অপ্রাপ্তি, বঞ্চনা, অবহেলা, উপেক্ষার জবাব যেন খোদাই করা হয়েছে ট্রফির গায়ে। বিরাট (VK) আইপিএল জিততে পারেন না এই কথাটা যেন তার RCB জার্সির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আর অন্যদিকে গত মরশুমে কলকাতাকে কাপ জেতানোর পরও এই সিজনে দল থেকে তাঁকে বের করে দিয়েছিল নাইট রাইডার্স (KKR)। এই ফাইনাল দুই বিতাড়িত কোচের কথাও বলে। লখনৌ সুপার জায়ান্টস রাখেনি অ্যান্ডি ফ্লাওয়ারকে। রিকি পন্টিংকে সরিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু ২ কোচ হার মানেননি, তাই হাল ছাড়বেন না এখনও। ক্রিকেট জনতার কাছে যথেষ্ট জনপ্রিয় পন্টিং, নিজের দেশকে একাধিকবার খেতাব জিতিয়েছেন তিনি। ফ্লাওয়ার একটু চুপচাপ থাকেন, সংবাদ মাধ্যমের সামনেও আসতে পছন্দ করেন না। কিন্তু ১০০ শতাংশ কাজটা করে যান নীরবে।

একদিকে বিরাট কোহলি, অন্যদিকে শ্রেয়স আইয়ার। দুজনেই নিজেদের জাত চিনিয়েছেন বারবার। তবে ক্রিকেট একজনের খেলা নয়। তাই দলগতভাবে কে কতটা পারফর্ম করতে পারবে, তার ভিত্তিতে গুজরাটের মাঠে আজ রাতে আইপিএল সিজন ১৮ – এর নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছেন ক্রিকেটপ্রেমীরা। ফাইনালের কাউন্টডাউন শুরু সকাল থেকেই।

 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version