গরম হাওয়া থমকে মৌসুমী বায়ু, দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon ) এখন অনেক দূরে। হাওয়া অফিস বলছে, গোটা সপ্তাহ জুড়ে ঘর্মাক্ত হতে হবে বাঙালিকে। মঙ্গলের সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা আমজনতার। ফুল স্পিডে ফ্যান চালিয়েও দরদর করে ঘামতে হচ্ছে ঘরের মধ্যে। সকাল হোক কিংবা বিকেল গাছের পাতা নড়ছেনা। মাঝেমধ্যে আকাশ মেঘলা হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম কমার কোনও লক্ষণ নেই।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ১০ তারিখে নয়, আগামী ১২ জুন নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে। কলকাতা-সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার নাগাদ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে তাতেও গরম কমবে না। আগামী কয়েকদিনের ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। আর এর ঠিক বিপরীত ছবি উত্তরবঙ্গে। উপরের পাঁচ জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। পাহাড়ি নদীর জলস্তর বাড়ার আশঙ্কায় সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–