ইন্ডিগোর বিমানে (Indigo airlines) ফের ফিরল আতঙ্ক। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা। মাঝ আকাশে শকুনের ধাক্কায় ভেঙে গেল বিমানের নাক। অল্পের জন্য রক্ষা পেলেন প্রায় ১৭৫ জন যাত্রী। দ্রুত জরুরি অবতরণ করানো হলো রাঁচিতে। সোমবার বিহারের পাটনা থেকে ঝাড়খণ্ডের রাঁচি যাচ্ছিল এই ফ্লাইট। সেখান থেকে কলকাতা যাওয়ার কথা ছিল। তার মাঝেই দুর্ঘটনা। তবে সব যাত্রীরাই সুরক্ষিত আছেন বলে জানা গেছে।
সোমবার দুপুর ১.১৫ মিনিট নাগাদ মাঝ আকাশে দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। মাটি থেকে সেই সময়ে বিমানটি তিন থেকে চার হাজার ফুট উঁচ্চতায় উড়ছিল। রাঁচি (Ranchi ) থেকে দূরত্ব ছিল প্রায় ২২ কিলোমিটার। হঠাৎই বিমানের সামনে একটি শকুন চলে এসে বিমানের নাকে ধাক্কা মারে। হঠাৎ এভাবে হানার ফলে মাঝ আকাশে বেসামাল অবস্থা হয় IndoGo-র Airbus 320, 6E 6152 বিমানটির। জরুরি পরিস্থিতিতে (Emergemcy Landing) অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। সেই মতো রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে (Birsa Munda Airport) জরুরি অবতরণ করানো হয়। বিমানের নাকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিরসা মুন্ডা বিমানবন্দরের ডিরেক্টর আর আর মৌর্য। বেশ কয়েকটি ছিদ্র তৈরি হয়েছে। প্রকৌশলীরা ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছেন। বারবার যেভাবে ইন্ডিগোর ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ছে তাতে বেশ কিছুটা বিরক্ত যাত্রীরা। সুরক্ষা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–