স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে না হতেই, তার বিরোধিতা করে মামলা গড়ালে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। প্রায় ২৬ হাজার শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশিই সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দিয়েছিল নতুন করে পরীক্ষা নিতে হবে। সেইমতো শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই নিয়োগ বিধি এবং আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য (WB)। এরপরই সুপ্রিম নির্দেশ না মানার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।
শীর্ষ আদালতের কলমের এক খোঁচায় চাকরি হারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে রয়েছে রাজ্য সরকার। সুপ্রিম নির্দেশ মেনেই নিয়োগ হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ বিধি প্রকাশ করেছে। পাশাপাশি কীভাবে পরীক্ষার্থীদের আবেদন করতে হবে, কত টাকা ফি দিতে হবে এবং কবে কাউন্সিলিং ও ইন্টারভিউ হবে পুরোটাই বিস্তারিত জানানো হয়েছে (SSC Teachers Recruitment Notice)। এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই লুবানা পারভিন নামে এক মহিলা ৪৪ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি ও রুল প্রকাশকে অবৈধ দাবি করে হাইকোর্টে মামলা করেছেন। বয়সের ঊর্ধ্বসীমা থেকে শুরু করে শিক্ষকদের অভিজ্ঞতার উপর মূল্যায়নের মোট নম্বরে সুপ্রিম নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ তাঁর। জানা যাচ্ছে চাকরিপ্রার্থীদের একাংশও এই মর্মে সহমত পোষণ করেছেন। ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার (৫ জুন) শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–