আবারও সুন্দরবনে বাঘের আতঙ্ক, মৈপীঠে লোকালয়ে ঢুকে পড়ল ‘দক্ষিণরায়’

Date:

Share post:

আবারও সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক! এবার আতঙ্ক ছড়াল মৈপীঠের নগেনাবাদ বোসের ঘেরি পাইকপাড়ায়। মঙ্গলবার সকালে শৌচালয়ে যাওয়ার সময় এক গ্রামবাসীর চোখে পড়ে জঙ্গল ঘেঁষা এলাকায় ঘুরে বেড়ানো একটি পূর্ণবয়স্ক বাঘ। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আজমলমারির ১২ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী পেরিয়ে লোকালয়ের কাছাকাছি জঙ্গলে এসে পড়েছে এই দক্ষিণরায়। গরমের মরশুমে এমন ঘটনা বিরল হলেও, চলতি বছর লোকালয়ে বাঘের অনুপ্রবেশের ঘটনা বেড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। খবর পেয়েই নড়েচড়ে বসে বনদফতর। নলগোড়া বিট থেকে বনকর্মী ও কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে এসে নজরদারি শুরু করেছে। রাতভর পাহারার ব্যবস্থাও নেওয়া হয়েছে। একইসঙ্গে, বাঘটিকে জঙ্গলে ফেরাতে খাঁচা পাতার কাজও শুরু হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গেছে।

গ্রামবাসীরা ভয়ে বাড়ির বাইরে বেরোতে চাইছেন না। পুলিশ পরিস্থিতি বিবেচনা করে এলাকায় সতর্কতা জারি করেছে এবং সবাইকে বাড়ির মধ্যেই থাকার নির্দেশ দিয়েছে।

বনদফতরের আধিকারিকরা জানান, সাধারণত শীতকালে নদী-খালে জল কম থাকায় খাবারের খোঁজে বাঘ লোকালয়ে চলে আসে। কিন্তু এবার গ্রীষ্মকালেও একই প্রবণতা দেখা যাচ্ছে, যা নিয়ে চিন্তিত বন আধিকারিকরা। প্রশ্ন উঠছে, বাঘের সংখ্যা বেড়েছে, না কি খাবারের অভাবে তারা ক্রমাগত লোকালয়ে ঢুকে পড়ছে?

এখনও পর্যন্ত বাঘের অবস্থান স্পষ্ট না হলেও বনদফতরের কর্মীরা তাকে খুঁজে বের করে নিরাপদ জঙ্গলে ফিরিয়ে দিতে তৎপর। তবে বাঘ বন্দি না হওয়া পর্যন্ত গ্রামের সাধারণ মানুষ স্বস্তিতে নেই। স্থানীয় এক বাসিন্দার কথায়, “সকাল থেকে ঘর থেকে বেরতে পারছি না। ভয় করছে কখন কী হয়!” বনদফতর এবং পুলিশ মিলিয়ে গ্রামবাসীদের সুরক্ষায় তৎপর হলেও আতঙ্কে কাঁপছে মৈপীঠ।

আরও পড়ুন – ইনস্টাগ্রামের বিবাদ গড়াল রাস্তায়! নয়ডায় যুবককে গাড়ি চাপা দিয়ে পালাল অভিযুক্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চন্দননগর নয়! কোথা থেকে সূচনা বাংলায় জগদ্ধাত্রী পুজোর? জানুন ইতিহাস 

জগদ্ধাত্রী পুজোর নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে গঙ্গাপাড়ের শহর চন্দননগরের ছবি—চোখধাঁধানো আলোকসজ্জা, সুবিশাল প্রতিমা আর অসংখ্য দর্শনার্থীর...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...