Saturday, November 8, 2025

পার্লামেন্টোফোবিয়া! বিরোধীদের দাবি নস্যাৎ করে কেন্দ্রের ঘোষণা, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

পহেলগাম হামলার (Pahalgam attack) পরবর্তীতে হাজারো অন্ধকার, পাকিস্তানের জঙ্গিদের হামলা নিয়ে। হামলাকারীদের সন্ধান থেকে দেশের পরবর্তী পদক্ষেপ নিয়ে কেন্দ্রের সরকার অবস্থান স্পষ্ট করুক, দাবি জানিয়ে দেশের ১৬টি বিরোধী দল সংসদে (Parliament) অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। বিরোধী জোটের দাবিকে সম্পূর্ণ স্বৈরাচারী ভঙ্গিতে খারিজ করে সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ জানিয়ে দিল কেন্দ্রের মোদি সরকার। তাতে দেখা গেল কোনওভাবেই অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়নি পাকিস্তানের জঙ্গি হামলা নিয়ে আলোচনার জন্য। মোদি সরকারের এই আচরণকে ‘পার্লামেন্টোফোবিয়া’ বলে দাবি তৃণমূলের।

দেশের অবস্থান পাকিস্তানকে নিয়ে স্পষ্ট করতে এখনও বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছে দেশের বড় রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা। বিরোধী দলের পক্ষ থেকে রাজনীতিকে সরিয়ে দেশের স্বার্থের কাজ করার বার্তা সবথেকে স্পষ্ট করে তুলে ধরেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। রাজনৈতিক বা আদর্শগত মত পার্থক্য থাকলেও পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের বিরোধিতায় সবরকমভাবে যে বিরোধীরা কেন্দ্রের সরকারের পাশে রয়েছে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে একাধিকবার স্পষ্ট করে তা তুলে ধরেন অভিষেক। পরিবর্তে দেশের বিরোধী দলগুলির তরফ থেকে কেন্দ্রের সরকারের কাছে পহেলগাম হামলা ও তার পরবর্তীতে মোদি সরকারের প্রস্তুতি পদক্ষেপ নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবি জানানো হয়।

মঙ্গলবার তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) দিল্লিতে সাংবাদিক বৈঠক করে জানান ১৬ টি বিরোধী দলের পদক্ষেপ নিয়ে। প্রধানমন্ত্রীকে বিশেষ অধিবেশনের দাবি জানানো হবে বলে তিনি জানান। এই বিষয়ে ইন্ডিয়া জোটের (INDIA) বিরোধী দলগুলি দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ঘন্টা খানেক বৈঠকে বসে। এই বিরোধী দলগুলির মধ্যে রয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী)-র মতো বিরোধী দল। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে প্রায় ৩০০ সাংসদ সেই দাবির চিঠিতে স্বাক্ষর করেন বলে জানান ডেরেক।

বিরোধীদের তরফ থেকে এই ঘোষণার পরেই রাতারাতি সংসদের বাদল অধিবেশনের ঘোষণা করে দেন সংসদ বিষয়ম মন্ত্রী কিরেন রিজিজু। ২১ জুলাই থেকে সংসদে শুরু বাদল অধিবেশন। কেন্দ্রের এই সরকারের পদক্ষেপের পরে ডেরেকের প্রতিক্রিয়া, ‘পার্লামেন্টোফোবিয়া’ (Parliamenophobia), (মোদি) সরকারের এই জটিল পরিস্থিতির জন্য এটাই আমার শব্দবন্ধ, যে সরকারের সংসদকে প্রত্যক্ষ করার জন্য রোগগ্রস্থের মতো পরিস্থিতি। তারা পালিয়ে যাচ্ছে সংসদের বিশেষ অধিবেশন থেকে।

spot_img

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...