Tuesday, November 4, 2025

দুর্যোগে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মৃত্যু বেড়ে ৪৪

Date:

Share post:

অতিবৃষ্টি আর তার জেরে ধস ও বন্যা পরিস্থিতির কারণে উত্তর-পূর্ব ভারতের দুর্যোগ ভয়াবহ আকার নিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪। বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)  জানিয়েছেন বন্যা মোকাবিলায় সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্র। অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, সিকিমের (Sikkim) মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং মণিপুরের (Manipur) রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে ফোনে বন্যা পরিস্থিতির পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী।

উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত অসম (Assam)। মৃত্যু হয়েছে ১৭ জনের। এছাড়া অরুণাচল প্রদেশে (Arunachalpradesh) ১২, মেঘালয়ে (Meghalaya) ৬, মিজোরামে (Mijoram) ৫, সিকিমে (Sikkim) ৩, ত্রিপুরায় ২, নাগাল্যান্ডে ১ ও মণিপুরে ১ জনের মৃত্যু হয়েছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে ৫ লক্ষের বেশি মানুষ। অসমের ২১টি জেলায় ১৫০৬টি গ্রামের ১৪,৭৩৯ হেক্টরেরও বেশি জমির ফসল ভেসে গিয়েছি জলমগ্ন হয়ে। ব্রহ্মপুত্র-সহ আরও ছয়টি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। অরুণাচল প্রদেশের ২৩টির অবস্থা শোচনীয়। ১৫৬টি গ্রামের ১৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই পরিস্থিতি সিকিম, মণিপুর, মিজোরামেরও। গত ১০ দিন ধরে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এখনও বিপদসীমার উপরে সমস্ত নদী। আবহাওয়া দফতর আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে ত্রাণকার্য ব্যাহত হচ্ছে, পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...