Thursday, August 28, 2025

সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ, আপ নেতা মণীশ – সত্যেন্দ্রকে তলব দিল্লি পুলিশের

Date:

সরকারি স্কুলের ক্লাসরুম তৈরির জন্য বরাদ্দ টাকা নয়ছয় করার অভিযোগে আম আদমি পার্টির (AAP) দুই বর্ষীয়ান নেতা মণীশ সিসৌদিয়া ও সত্যেন্দ্র জৈনকে তলব করল দিল্লি পুলিশের দুর্নীতি দমন শাখা (Manish Sisodia, Satyendar Jain summoned by ACB)। প্রথম জনকে ৯ তারিখ এবং দ্বিতীয় জনকে ৬ জুন অর্থাৎ আগামী শুক্রবার হাজিরা দিতে বলা হয়েছে।প্রায় দুই হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এই দুই আপ (AAP )নেতার বিরুদ্ধে।

আবগারি দুর্নীতি মামলাতে নাম জড়িয়েছিল সিসৌদিয়ার। সত্যেন্দ্রের বিরুদ্ধেও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এবার দুহাজার কোটি টাকার শ্রেণিকক্ষ নির্মাণ কেলেঙ্কারিতেও অভিযুক্ত হলেন তাঁরা। সিসৌদিয়া আপ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন নির্মাণকাজ পরিচালনাকারী সরকারি সংস্থা পিডব্লিউডির দায়িত্বে ছিলেন সত্যেন্দ্র। গত ৩০ এপ্রিল দুই নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়। তদন্তকারীরা বলছেনআপ মসনদে থাকাকালীন ১২ হাজারের বেশি বেশি শ্রেণিকক্ষ এবং স্কুল ভবন নির্মাণের পিছনে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছিল।দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ৩৪ জন ঠিকাদার স্কুল ভবন নির্মাণের বরাত পেয়েছিলেন, তাঁরা সকলেই আপের ঘনিষ্ঠ ছিলেন। অথচ সময়মতো কাজ শেষ হয়নি। পরবর্তীতে দেখা যায় বরাদ্দ বাজেটের অনেক গুণ বেশি টাকা খরচ হয়েছে।সম্প্রতি কিছু বিজেপি নেতা অভিযোগ করেন, নির্মাণে দুর্নীতির কারণে প্রায় পাঁচ গুণ বেড়ে গিয়েছিল খরচ।নির্মাণকাজে আধা-স্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। অথচ খাতায়কলমে খরচ দেখানো হয়েছিল রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (RCC) কাঠামোর সমান! এরপরেই শুরু হয় তদন্ত। আনুমানিক দু হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে। অজ্ঞাতপরিচয় এক সরকারি আধিকারিক এবং এক ঠিকাদারও এই দুর্নীতিতে অভিযুক্ত বলে জানিয়েছে দিল্লি পুলিশ। সেই কারণেই বর্ষীয়ান দুই নেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা। যদিও মণীশ – সত্যেন্দ্র তলবে হাজিরা দেবেন কিনা সেটা স্পষ্ট নয়।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version