Sunday, August 24, 2025

মোবাইল চুরির ‘অপবাদে’ নাবালকের উপর নারকীয় অত্যাচারের ধৃত মূল অভিযুক্ত-সহ ৩

Date:

শেষ পর্যন্ত পুলিশের (Police) জালে মোবাইল চুরির ‘অপবাদে’ নাবালকের উপর নারকীয় অত্যাচারের মূল অভিযুক্ত মহেশতলার কারখানার মালিক শাহেনশা। মুম্বই থেকে দুই সঙ্গী-সহ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আগে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

দক্ষিণ কলকাতার (Kolkata) সন্তোষপুরে মোবাইল চুরি করেছে এই সন্দেহে কারখানায় (Factory) কাজ করা এক কিশোরের উপর নৃশংস নির্যাতন করা হয়। উলটো করে ঝুলিয়ে শরীরে ইলেকট্রিক শক দেওয়া ও লাঠি পেটা করার অভিযোগও ওঠে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই চম্পট দেন কারখানার মালিক শাহেনশা ও তাঁর দুই সঙ্গী। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। বৃহস্পতিবার মুম্বইয়ের কল্যাণ তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে, এখনও নিখোঁজ অত্যাচারিত কিশোর।

মাস দেড়েক আগে দাদার সঙ্গে সন্তোষপুরের ওই জিন্স ওয়াশ কারখানায় (Factory) কাজ করতে গিয়েছিল ইসলামপুরের বাসিন্দা ওই নাবালক। পরিবারের অভিযোগ, দেড়মাস কাজ করার পরেও কোনও বেতন না দেওয়ায় মালিকের কাজে টাকা চায় দুই ভাই। তখনই দাদাকে আটকে রেখে মোবাইল চুরি ও ফোনে থাকা ২ লাখ টাকা চুরির অভিযোগে ওই বছর ১৪-এর কিশোরের উপর নারকীয় অত্যাচার চালানো হয়। হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাকে উলটো করে ঝুলিয়ে ইলেকট্রিকের শক দেওয়া হয় বলে অভিযোগ। চলে লাঠির বাড়ি। সেই ঘটনার ভিডিও করা হয় এবং তা ভিডিও ভাইরাল হয়।

প্রথমে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরে যদিও ডায়মন্ড হারবার পুলিশের তরফে একটি টিম মুম্বইয়ে পাঠানো হয়। সেখান থেকেই শাহেনশাহ-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে তাঁদের নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
আরও খবররাজধানীতে শুটআউট! পুলিশের উপর গুলি চালিয়ে আহত ২ দুষ্কৃতী

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version