Friday, January 16, 2026

ক্ষমা চাইলেন শিবকুমার, কুম্ভের পদপিষ্টের ঘটনা মনে করালেন সিদ্দারামাইয়া

Date:

Share post:

আরসিবি ভক্তদের উন্মাদনার করুণ পরিণতি বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium)। মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ আরসিবি (RCB) খেলোয়াড়দেরও। তবে গোটা ঘটনায় দায় না এড়িয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivakumar) মেনে নিলেন আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তবে বেঙ্গালুরুর ঘটনা নিয়ে যেভাবে গোটা দেশে রাজনীতি শুরু করেছে বিজেপি, তার পাল্টা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) মনে করিয়ে দিলেন মহাকুম্ভে পদপিষ্টের (Mahakumbh stampede) ঘটনা। যার পরিসংখ্যান গোটা বিশ্বের কাছে লুকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে যোগী প্রশাসন।

চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (D K Shivakumar) স্পষ্ট জানান, এই ঘটনা হওয়া উচিত ছিল না এবং আমরা প্রত্যাশাই করিনি এই বিপুল ভিড়। স্টেডিয়ামের ক্ষমতা ছিল ৩৫ হাজারে। কিন্তু তিন লক্ষের বেশি মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। গেট ভেঙে পড়েছিল। ঘটনার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। গোটা ঘটনা কিভাবে ঘটল তার বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করব এবং একটি স্পষ্ট বার্তাও পেশ করা হবে।

একদিকে যখন উপমুখ্যমন্ত্রী ঘটনার জন্য ক্ষমা চান তখন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, এই অনুষ্ঠানের আয়োজক তাঁরা ছিলেন না। তা সত্ত্বেও সরকার অনুমতি দেওয়ার কারণে গোটা বেঙ্গালুরু শহরের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল স্টেডিয়ামের নিরাপত্তায়। তিনি উল্লেখ করেন, রাজ্য সরকারের আয়োজন করা বিধানসৌধ চত্বরের অনুষ্ঠানে এক লক্ষের বেশি মানুষের জমায়েত হয়েছিল। কিন্তু সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও বিজেপি নেতাদের তিরের মুখে সিদ্দারামাইয়া প্রশাসন।

সেখানেই মুখ্যমন্ত্রীর সিদ্দারামাইয়া (Siddaramiah) তুলে ধরেন মহা কুম্ভের (Mahakumbh) প্রসঙ্গ। তিনি জানান, এই ধরনের বহু পদপিষ্টের (stampede) ঘটনা ঘটে। এর থেকে আরও খারাপ ঘটনাও ঘটে। সেগুলি দিয়ে আমি এই ঘটনাকে ছোট করে দেখাতে চাইছি না। কিন্তু এরকম ঘটনা ঘটে, কুম্ভ মেলাতেও ঘটেছে। কুম্ভ মেলায় ৫০ থেকে ৬০ জন পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন।

spot_img

Related articles

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: কর্মে পদোন্নতি। দেহে আঘাত হওয়ার যোগ। পুরনো বন্ধুসঙ্গে ব্যবসায়িক উন্নতি। বৃষ: পেশাদার চিকিৎসক, উকিল, সাহিত্যিক প্রমুখের শুভ সময়।...

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...