রেশন দোকানে আগাম খাদ্য সরবরাহে উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

রেশন দোকানে খাদ্যসামগ্রী সময়মতো পৌঁছে দেওয়ার লক্ষ্যে নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্যের খাদ্য দফতর। নতুন নির্দেশিকায় গম ও চালের বরাদ্দ রেশন ডিলারদের হাতে পৌঁছে দেওয়ার সময়সীমা এগিয়ে আনা হয়েছে—আগের মাসের ২৫ তারিখের মধ্যে তা সরবরাহ সম্পূর্ণ করতে হবে।

আটার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে: ৭০ শতাংশ বরাদ্দ আগের মাসের শেষ দিনে, এবং বাকি ৩০ শতাংশ বরাদ্দ পরের মাসের ৫ তারিখের মধ্যে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সংরক্ষণের সীমাবদ্ধতাকেই আটার জন্য কম সময়সীমার কারণ হিসেবে উল্লেখ করেছে দফতর।

খাদ্য দফতরের তিনস্তরীয় সরবরাহ ব্যবস্থায় বরাদ্দ, পরিবহণ এবং বণ্টনের প্রতিটি স্তরেই সময়সীমা নির্ধারণ করে দ্রুত ও কার্যকর সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের নির্দেশ অনুসারে, তিন মাসের খাদ্য মজুত আগাম তোলার কথাও বলা হয়েছে। ফলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাধীন উপভোক্তারা অন্তত ৪৫ দিন আগে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন।

তবে রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে, “আগাম খাদ্য পাঠানো ভালো, কিন্তু দোকানগুলির পরিকাঠামো সীমিত। অতিরিক্ত মজুত রাখতে সমস্যা হতে পারে।” এই বিষয়টি ইতিমধ্যেই খাদ্য দফতরকে জানানো হয়েছে বলে জানান তিনি।

সুষ্ঠু বণ্টনের স্বার্থে আগাম খাদ্য সরবরাহের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই, তবে সফল বাস্তবায়নের জন্য পরিকাঠামোগত উন্নয়ন যে জরুরি, তাও মনে করাচ্ছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন – সরকারি জমিতে বেআইনি দখল রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, চার জেলায় শুরু হচ্ছে সমীক্ষা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

২৬২ কোটির দুর্গাঙ্গন: কাজ শুরু হিডকো-র, তৈরি হবে দু’বছরেই!

দুর্গাঙ্গনের (Durgangan) কাজের জন্য দরপত্র ডেকে পদক্ষেপ শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই প্রজেক্টে কত খরচ হতে...

পুজোয় পাহাড়ে পর্যটকদের ভিড়, বুকিং বাড়ছে দার্জিলিং-কালিম্পং-ডুয়ার্সে

বাঙালির শ্রেষ্ঠ উৎসবে বাংলার পর্যটন শিল্পের (Tourism industry of Bengal) ভাগ্য সুপ্রসন্ন। উত্তর ভারতে প্রাকৃতিক দুর্যোগ আর নেপালের...

উৎসবের মরশুমে ফের ডিভিসির জলছাড়ায় চিন্তা দক্ষিণবঙ্গে

উৎসবের মৌসুমে ফের জলছাড়ল ডিভিসি। বৃহস্পতিবার সকাল থেকেই মাইথন ও পাঞ্চেত—দুই জলাধার মিলিয়ে মোট ৪১ হাজার কিউসেক জল...

দুর্গোৎসব ৪৩২: এবার পুজোয় বাংলার পরিচালকের তথ্যচিত্র দেখানো হবে টাইমস স্কয়ারে

পুজোর গন্ধ সাত সমুদ্র, তেরো নদী পেরিয়ে পৌঁছে গিয়েছে মার্কিন মুলুকে। সে গন্ধের আরও কিছুটা সুবাস ছড়াতে মহানবমীতে...