শুক্রের সকাল থেকে ভ্যাপসা গরম, সূর্যের চোখরাঙানিতে গলদঘর্ম অবস্থা আমজনতার।আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস স্বস্তি দিতে পারল না দক্ষিণবঙ্গবাসীকে। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত ক্রমশই ঊর্ধ্বমুখী হবে পারদ। জুন মাসের ১২ তারিখের আগে ছিটেফোঁটা বর্ষণেরও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের (North Bengal) বর্ষা প্রবেশ করলেও উইকন্ডে বাড়বে তাপমাত্রা।


শুষ্ক আবহাওয়ার সঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। পশ্চিমী হাওয়ায় আগামী কয়েক দিন ৪-৫ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বাড়তে পারে। কলকাতায় পরিষ্কার আকাশ, সকাল থেকেই চড়া রোদ। দিনভর বৃষ্টির সম্ভাবনা নেই।শনিবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে থেকে শুষ্ক ও গরম হাওয়া বাড়বে।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার মাঝেও আজ ও কাল গরমের তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে।

–

–


–


–
–

–
–
–

–

–

–

–

–
–

–
–