Tuesday, December 16, 2025

শিলিগুড়ির বাংলাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই চারটি দোকান

Date:

শনিবার বিকেলে শিলিগুড়ির চেকপোস্ট সংলগ্ন বাংলাবাজার এলাকায় ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল অন্তত চারটি দোকান। বিপদের মুখে একেবারে পড়ে গিয়েছিল গোটা বাজার এলাকা, যেখানে প্রায় একশো কুড়িটি দোকান রয়েছে।

জানা গেছে, বিকেল পাঁচটা নাগাদ একটি খাবারের দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই সময়েই শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে একের পর এক দোকান। চারদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান ভক্তিনগর থানার পুলিশ ও এলাকার সাধারণ মানুষ। দমকল বিভাগের তৎপরতায় এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা দোকানের জিনিসপত্র বাইরে বের করে আনতে প্রাণপণ চেষ্টা চালান। বহু দোকানেই লক্ষ লক্ষ টাকার মালপত্র মজুত ছিল। প্রশাসনের অনুমান, অগ্নিকাণ্ডে মোট ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা হতে পারে।

শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ও জেলা প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন।

দমকল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটকেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ধরা হচ্ছে। তবে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে বলেও জানানো হয়েছে। দোকানপাট পুড়ে যাওয়ায় হতাশ ব্যবসায়ীরা, তবে বড়সড় প্রাণহানির ঘটনা না ঘটায় অনেকেই ঈশ্বরের কৃপা বলেই মনে করছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এলাকায় আতঙ্কের আবহ বজায়।

আরও পড়ুন – জল চেয়ে বারবার চিঠি শাহবাজের: ‘নিউক্লিয়ার ওয়াটার’ যুদ্ধের হুঁশিয়ারি বিলাবলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে...

২৫ কোটি নয়, গ্রিন পাবেন রিঙ্কুর সমান মূল্য, দল গঠনে চমক কেকেআরের

রাজস্থান এবং চেন্নাই সুপার কিংসকে টেক্কা দিয়ে  ক্যামেরন   গ্রিনকে(Cameron Green) শেষ পর্যন্ত ২৫.২০ কোটিতে কিনল কেকেআর। শুধু কেকেআর...

মহাত্মা গান্ধীর ছবি হাতে সংসদে সরব বিরোধীরা: মনরেগা প্রকল্পের নাম বদলের প্রতিবাদ

১০০ দিনের প্রকল্পের নাম ও প্রকল্পের একাধিক শর্ত বদল নিয়ে মঙ্গলবার সংসদে বিল পেশ হওয়ার কথা ছিল। নিয়মমতো...

কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে

বেঁচে আছেন ডানকুনির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (Trinamool Congress Councillor)। তবে তিনি মৃত নির্বাচন কমিশনের কাছে। মঙ্গলবার কমিশনের প্রকাশিত...
Exit mobile version