Monday, December 8, 2025

জাতীয় সড়কে নামল হেলিকপ্টার! কেদারনাথ যাওয়ার পথে ফের বড়সড় বিপত্তি

Date:

হেলিপ্যাডের বদলে জাতীয় সড়কে নামল কেদারনাথগামী হেলিকপ্টার (helicopter)। কোনওক্রমে মৃত্যুর মুখ থেকে বাঁচলেন সওয়ার যাত্রী ও হেলিকপ্টারের চালক-সহায়ক। ঘটনায় হেলিকপ্টারটির পিছনের অংশ ভেঙে যায়। হেলিকপ্টারটি একটি গাড়ির উপর পড়ায় গাড়িটিও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। তবে ঘটনায় কেউ হতাহত হননি। দ্রুত স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান।

সম্প্রতি একাধিক দুর্ঘটনার মুখে কেদারনাথের (Kedarnath Dham) হেলিকপ্টার পরিষেবা। কখনও কেদারনাথে হেলিপ্যাড ছেড়ে অন্যত্র ল্যান্ড করেছে হেলিকপ্টার, কখনও বা নামার সময় যান্ত্রিক ত্রুটিতে ভেঙেই গিয়েছে হেলিকপ্টার। এবার কেদারনাথ পৌঁছানোর আগেই চরম বিপত্তি। রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলার বারাসুর কাছে জাতীয় সড়কের (National Highway) উপরই ল্যান্ড করে হেলিকপ্টারটি (helicopter)। জাতীয় সড়কে আড়াআড়ি দাঁড়িয়ে পড়ায় দীর্ঘ যানজট তৈরি হয়। সেই সঙ্গে পথের পাশে একটি গাড়ির উপর তার পিছনের অংশ পড়ায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

চারধাম যাত্রা সম্পূর্ণভাবে চালু রেখেছে কেন্দ্রের সরকার। এই পরিস্থিতিতে চারধামে আকাশ পথে যাত্রা করার প্রবণতা বেড়েছে তীর্থযাত্রীদের মধ্যে। কিন্তু সেই যাত্রা কতটা বিপজ্জনক, তা ফের একবার প্রমাণিত শনিবারের ঘটনায়। এদিন হেলিকপ্টারটিতে চালকসহ ৬ জন ছিলেন। সিরসি থেকে রওনা দেওয়ার পরে রুদ্রপ্রয়াগের (Rudraprayag) কাছে কপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক দ্রুত ল্যান্ড করতে বাধ্য হন, দাবি প্রাথমিক তদন্তে উত্তরাখণ্ড প্রশাসনের।

এই ঘটনায় কেউ হতাহত হননি বলে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (Uttrakhand Civil Aviation Development Authority) তরফে দাবি করা হয়েছে। কপ্টারটি ক্রিস্টাল এভিয়েশন প্রাইভেট লিমিটেড, নামে এক সংস্থার ছিল। তার বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য ডিজিসিএ-কে (DGCA) যাবতীয় তথ্য পেশ করেছে উত্তরাখণ্ড প্রশাসন।

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...
Exit mobile version