Monday, January 12, 2026

খরিফ মরশুমে ধান সংগ্রহে রেকর্ড রাজ্যের, তথ্য দিল খাদ্য দফতর

Date:

Share post:

চলতি খরিফ মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহে (Paddy procurement at minimum support price) রেকর্ড গড়ল রাজ্য সরকার (Govt of WB)। খাদ্য দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সরকারি ধান সংগ্রহ প্রকল্পে মোট ৫৪ লক্ষ ৮৬ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) জানান, এতদিন পর্যন্ত খরিফ মরশুমে ধান সংগ্রহের সর্বোচ্চ পরিমাণ ছিল ৫৩ লক্ষ ৩৮ হাজার টন। সেই রেকর্ড ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। আর তিন মাস সংগ্রহ অভিযান চলবে বলে এবার এই সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকার (TMC) গঠনের পর এখনও পর্যন্ত ১৬ লক্ষের বেশি চাষি সরকারি মাধ্যমে ধান বিক্রি করেছেন। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত মূলত আমন ধান কেনা হয়ে থাকে। চলতি মরশুমে ওই সময়েই রাজ্য ৫০ লক্ষ টনের বেশি ধান সংগ্রহ করে। মে মাস থেকে বোরো ধান উঠতে শুরু করায় দ্বিতীয় দফার সংগ্রহ অভিযান শুরু হয়েছে। খাদ্য দফতরের (Department of Food and Supplies, Government of West Bengal) লক্ষ্যমাত্রা পূরণ করে এই বোরো মরশুমে অতিরিক্ত ৫ লক্ষ টন ধান সংগ্রহ সম্ভব হবে বলে আশাবাদী রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানানো হয়েছে, চাষিদের সরাসরি সহায়তা করতে ধান ক্রয়ে প্রাধান্য দেওয়া হয়েছে প্যাকেজড, ডিজিটাল এবং স্বচ্ছ ব্যবস্থাকে। চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হচ্ছে। এই উদ্যোগ কৃষকদের আস্থাও যেমন বাড়িয়েছে, তেমনই রাজ্যের খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকেও আরও মজবুত করেছে।

 

spot_img

Related articles

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...