দুর্ঘটনার কবলে পড়লেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। শুক্রবার গভীর রাতে বিহারের উত্তর প্রান্তের মধুবনী থেকে পাটনায় ফিরছিলেন লালুপুত্র। সঙ্গে ছিলেন RJD নেতা শক্তি যাদব। রাত দেড়টা নাগাদ মধুবনী-পাটনা হাইওয়ের একটা জায়গায় তেজস্বী চা খাচ্ছিলেন। এই সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক কনভয়ের শেষের গাড়িতে ধাক্কা মারে। তেজস্বী জানিয়েছেন সেই সময় তিনি ওই ঘটনাস্থল থেকে মাত্র পাঁচ ফুট দূরে দাঁড়িয়ে ছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন আরজেডি নেতা (RJD leader)। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বিহার পুলিশের (Bihar Police) তিন জওয়ান আহত হয়েছেন। শনিবার সকাল থেকেই এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। তেজস্বীকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ RJD নেতাদের। পাল্টা জবাব দিয়ে বিজেপি ও জেডিইউ, গোটা ঘটনাকে ‘ভোটের বাজার গরম করার রাজনীতি’ বলে কটাক্ষ করেছে।

চলতি বছরে নভেম্বরে বিহারে বিধানসভা ভোট। তার আগে বিরোধী দলনেতার সঙ্গে যা ঘটেছে তাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ তাঁর দলের কর্মীরা। নির্বাচনী অংকেই তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ লালুপুত্রের। কিন্তু কারা ষড়যন্ত্র করল তা নিয়ে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী খোলসা করে কিছু বলতে চাননি। পাশাপাশি খুনের ষড়যন্ত্রের কথাও তিনি বা সহযাত্রীরা কেউ পুলিশকে জানাননি বলেই খবর। ইতিমধ্যেই পুলিশ ট্রাক চালককে গ্রেফতার করেছে।

–

–


–


–
–

–
–
–

–

–

–

–

–
–

–